সম্প্রতি, জর্ডানের রাজধানী আম্মানভিত্তিক প্রতিষ্ঠান ‘দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) ১৬তম বারের মতো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলমান ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে। এরমধ্যে তালিকায় শীর্ষ ৫০ ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নাম।
এরই প্রেক্ষিতে, “বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় হিরো আলম” শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম কালবেলার ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় হিরো আলম’ শীর্ষক শিরোনামে কালবেলা কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি এবং জর্ডানের রাজধানী আম্মানভিত্তিক প্রতিষ্ঠান ‘দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) কর্তৃক বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলমান ব্যক্তিদের তালিকাতেও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের নাম নেই। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালবেলার ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, ফটোকার্ডটিতে কালবেলার লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ০৭ অক্টোবর, ২০২৪ উল্লেখ রয়েছে।
লোগো এবং প্রকাশের তারিখের সূত্র ধরে অনুসন্ধানে কালবেলার ফেসবুক পেজে এসংক্রান্ত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া কালবেলার ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
তবে, গতকাল (০৭ অক্টোবর) কালবেলার ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের গ্রাফিক্যাল ডিজাইনের সাথে আলোচিত ফটোকার্ডের হুবহু মিল পাওয়া যায়। তবে যমুনার এই ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডে শিরোনামের পার্থক্য রয়েছে।
উক্ত ফটোকার্ডটি এডিট করে ড. ইউনূসের ছবি ও নামের জায়গায় হিরো আলমের ছবি ও নাম ব্যবহার করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল (০৭ অক্টোবর) জর্ডানভিত্তিক প্রতিষ্ঠান ‘দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’ (আরআইএসএসসি) কর্তৃক বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় হিরো আলমের নাম খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ‘বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় হিরো আলম’ শীর্ষক শিরোনামে কালবেলার নামে প্রচারিত এই ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Kalbela- Facebook Post
- Rumor Scanner’s Own Analysis