ত্রাণের টাকা নিয়ে বিতর্কের প্রেক্ষাপট উল্লেখ “২০ ভরি স্বর্ণ ও ১০ লক্ষ টাকা কাবিন (পরিশোধ) করে হাসনাত ভাই বিয়ে করেছে। তাইতো বলি ত্রাণের টাকা কোথায় গেল” শীর্ষক শিরোনামে একটি ছবি প্রচার হচ্ছে। ছবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানা দুইজনকেই বিয়ের সাজে দেখা যাচ্ছে। উক্ত ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দাবি করা হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ বিয়ে করেছেন।

উক্ত দাবিতে ফেসবুকে কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, হাসনাত আব্দুল্লাহ এবং রুমিন ফারহানার বিয়ের সাজে থাকা অবস্থার এই ছবিটি আসল নয় বরং ভিন্ন যুগলের বিয়ের ছবি সংগ্রহ করে সম্পাদনার মাধ্যমে হাসনাত আব্দুল্লাহ এবং রুমিন ফারহানার মুখমণ্ড বসিয়ে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে। এছাড়া হাসনাত আব্দুল্লাহ বিয়েও করেননি বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন।
আলোচিত ছবিটি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনলাইম গণমাধ্যম Banglanews24 এর ওয়েবসাইটে ২০২০ সালের ৭ মার্চ “বিয়ে বাড়ির আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে!” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনের সাথে যুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির হাসনাত আব্দুল্লাহ এবং রুমিন ফারহানার মুখমণ্ডল ব্যতিত বাকি অংশের মিল খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, ২০২০ সালে মার্চ মাসে রাজশাহীর পদ্মায় নৌকাডুবির ঘটনায় নববধূ নিখোঁজ হন।
জাতীয় দৈনিক যায়যায়দিন এর ওয়েবসাইটে ২০২০ সালের ৮ মার্চ তারিখে প্রকাশিত প্রতিবেদনে একই ছবিসহ একই তথ্য জানা যায়।
রিউমর স্ক্যানারের পক্ষ থেকে হাসনাত আব্দুল্লাহর কাছে বিয়ের বিষয় নিয়ে জানতে চাইলে তিনি জানান, ‘আপনার পাঠানো পোস্ট দেখেই জানতে পারলাম আমি বিয়ে করেছি’। বিয়ের বিষয়টিকে তিনি গুজব হিসেবে চিহ্নিত করেন।
সুতরাং, হাসনাত আব্দুল্লাহ রুমিন ফারহানাকে বিয়ে করেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত ছবিটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Banglanews24 – বিয়ে বাড়ির আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে!
- Jaijaidin – বর-কনেসহ নৌকাডুবি, ছয় লাশ উদ্ধার: নিখোঁজ ৩
- Rumor Scanner’s own analysis