শেখ হাসিনা আশ্রয়ের আশায় ঘুরছে দাবিতে সৌদি সফরের ভিডিও প্রচার

সরকার প্রধানের পদ ও দেশ ছেড়ে গত ৫ আগস্ট ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। এরই প্রেক্ষিতে সাবেক এই প্রধানমন্ত্রী পথে পথে আশ্রয়ের আশায় ঘুরছে শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুক পোস্ট এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, উক্ত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং এটি গত বছরের নভেম্বরে শেখ হাসিনার সৌদি আরব সফরের ভিডিও।

অনুসন্ধানে Istiar Nokib Resad এর টিকটক (আর্কাইভ) অ্যাকাউন্টে ২০২৩ সালের ৬ নভেম্বরে প্রকাশিত ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর একটি দৃশ্যের অডিও ব্যতিত সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।

ভিডিও থেকে জানা যায়, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মুহাম্মদ (স.) এর রওজা জিয়ারত করেন এবং পবিত্র মক্কা শরীফে একসাথে ওমরাহ হজ্ব পালন করেন।

অনুসন্ধানে অনলাইন পোর্টাল বিডিনিউজ২৪ এর ওয়েবসাইটে ২০২৩ সালের ৬ নভেম্বর “মক্কায় ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়,  শেখ হাসিনা ৫ নভেম্বর মদিনায় মসজিদে নববীতে হযরত মুহাম্মদ (স.) এর রওজা জিয়ারত করেন এবং ৬ নভেম্বর মক্কায়  মসজিদুল হারামে ওমরাহ পালন করেন। 

এ সংক্রান্ত ভিডিও প্রতিবেদন দেখুন এখানে, এখানে। 

এছাড়া, সর্বশেষ তথ্য অনুযায়ী, শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত ভারতেই অবস্থান করছেন।

সুতরাং, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পথে পথে আশ্রয়ের আশায় ঘুরছেন দাবিতে গত বছরে শেখ হাসিনা সৌদি সফরের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img