হাশিম আমলা বিশ্বকাপের সেমিফাইনালিস্ট হিসেবে বাংলাদেশকে বেছে নেননি

সম্প্রতি, “বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট বেছে নিলেন আমলা। পাকিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা” শীর্ষক শিরোনামে একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

হাশিম আমলা

ফেসবুকে প্রচারিত এরূপ কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হাশিম আমলা ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবে বাংলাদেশকে বেছে নেননি বরং এক সাক্ষাৎকারে হাশিম আমলা ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডকে এই চার দলকে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবে বেঁচে নিয়েছেন।

প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে, ভারতীয় মূলধারার গণমাধ্যম ‘Times Now’ এর ওয়েবসাইটে গত ২৪ সেপ্টেম্বর “Not Australia! Hasim Amla Picks Four Semi-Finalists For ODI World Cup 2023” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদনে জানা যায়, ২০২৩ বিশ্বকাপের সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবে নিজ দেশ দক্ষিণ আফ্রিকার পাশাপাশি ভারত, পাকিস্তান এবং ইংল্যান্ডকে বেছে নিয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হাশিম আমলা।

Source: Times Now

পাশাপাশি কি ওয়ার্ড সার্চের মাধ্যমে, পাকিস্তানের সংবাদমাধ্যম Samaa Tv এর ওয়েবসাইটে গত ২৪ সেপ্টেম্বর “Hashim Amla picks top contenders for ICC World Cup 2023 semifinals” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, দক্ষিণ আফ্রিকা ভিত্তিক গণমাধ্যম ‘Independent Online’ কে দেওয়া এক সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হাশিম আমলা ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডকে বেছে নিয়েছেন।

Source: Samaa Tv

সে সূত্র  ধরে, দক্ষিণ আফ্রিকার গণমাধ্যম ‘Independent Online’ এর ওয়েবসাইটে গত ২৩ সেপ্টেম্বর “Hashim Amla has his say on Proteas’ chances at Cricket World Cup, Temba Bavuma’s form and pace vs spin” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি Zaahier Adams নামক জনৈক সংবাদকর্মী দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হাশিম আমলার একটি সাক্ষাৎকার গ্রহণ করেন। সেই সাক্ষাৎকারের শেষ অংশে ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট হতে পারে কোন কোন দল এমন প্রশ্নের জবাবে হাশিম আমলা বলেন, “আমার মনে হয় ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড। 

Source: IOL

মূলত, জহির অ্যাডামস নামের এক সংবাদকর্মী সম্প্রতি দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তি ক্রিকেটার হাশিম আমলার একটি সাক্ষাৎকার গ্রহণ করেন। উক্ত সাক্ষাৎকারে বিশ্বকাপের সম্ভাব্য সেমিফাইনালিস্টদের নাম জানতে চাওয়া হলে হাশিম আমলা সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডকে বেছে নেন। তার সেই ভবিষ্যদ্বাণীতেই বাংলাদেশের নাম যুক্ত করে প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে, হাশিম আমলা ২০২৩ বিশ্বকাপের সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবে বাংলাদেশকে বেছে নেননি।

উল্লেখ্য, পূর্বেও ক্রিকেটার মুশফিকুর রহিম এবং ইমরুল কায়েসের ছবি বিকৃত করে প্রচার করা হলে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সুতরাং, দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হাশিম আমলা বিশ্বকাপের সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবে বাংলাদেশকে বেছে নিয়েছেন দাবিতে একটি তথ্য ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img