গুলিস্তানে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশের ভিডিও দাবিতে আগস্টের ভিডিও প্রচার

গত ৯ নভেম্বর আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে শহীদ নূর হোসেনের স্মরণে ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে ১০ নভেম্বর রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে একটি বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। এর প্রেক্ষিতে শহীদ নূর হোসেন চত্বরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশের ভিডিও দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, গুলিস্তানের নূর হোসেন চত্বরের বিক্ষোভ সমাবেশের ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওটি ১০ নভেম্বরের নয় বরং, গত ১০ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচির ভিডিও আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে রির্ভাস ইমেজ সার্চের মাধ্যমে শেখ মোহাম্মদ বাদশা নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ১০ আগস্ট প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওর বেশ কিছু উপাদানের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। ভিডিওটিতেও আলোচিত ভিডিওর মতো এক ব্যক্তির নামে প্রচারিত ব্যানারটি দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও ভিডিওটিতে আলোচিত ভিডিওতে দেখতে পাওয়া মাইক বহনকারী অটো রিকশাটিও দেখা যাচ্ছে। ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, এটি গোপালগঞ্জের টু্ঙ্গিপাড়ার কোটালিপাড়ার ভিডিও।

Video Comparison by Rumor Scanner

অনুসন্ধানে নলডাঙ্গা বার্তা নামের রাজশাহী ভিত্তিক একটি গণমাধ্যমের ফেসবুক পেজে গত ১০ আগস্ট একই স্থান থেকে প্রচার হওয়া একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Facebook

ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আনতে গোপালগঞ্জ কোটালিপাড়ায় কাফনের কাপড় পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ও স্থানীয় জনতা বিক্ষোভ মিছিল করেন।  

জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে গত ১০ আগস্ট গোপালগঞ্জের বিক্ষোভ কর্মসূচি নিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদনে থাকা ছবির সাথে একই ঘটনার দৃশ্যের সাদৃশ্য দেখা যায়। 

Video Comparison by Rumor Scanner

সুতরাং, গুলিস্তানের জিরো পয়েন্টে ডাকা আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচির ভিডিও দাবিতে আগস্টের পুরোনো বিক্ষোভের ভিডিও প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img