প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ড. গওহর রিজভীর পদত্যাগ দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা

সম্প্রতি, “শেখ হাসিনার আন্তর্জাতিক উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন গওহর রিজভী।” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভীর পদত্যাগ করেছেন এমন দাবির স্বপক্ষে কোনো ভিত্তি ও তথ্যপ্রমাণ খুঁজে পাওয়া যায় নি বরং কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই উক্ত দাবিটি সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

গুজবের সূত্রপাত

আলোচিত দাবিটির সত্যতা যাচাইয়ের জন্য অনুসন্ধান করে দেখা যায়, ‘Abdur Rab Bhuttow’ নামের একটি ফেসবুক আইডি হতে আজ ২১ এপ্রিল ভোর ৫ টা ১৭ মিনিটে “শেখ হাসিনার আন্তর্জাতিক উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন গওহর রিজভী।” শীর্ষক শিরোনামে একটি পোস্ট করা হয়।

Screenshot from Abdur Rab Bhuttow Facebook Post

‘Abdur Rab Bhuttow’ আইডি হতে পোস্টের ২০ মিনিট পর ৫ টা ৩৭ মিনিটে ‘জিয়াউর রহমান জিয়া’ নামের একটি ফেসবুক পেজ থেকে একই শিরোনামে আরেকটি পোস্ট করা হয়। পরবর্তীতে একই দাবির তথ্যটি কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ব্যতীত সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

Screenshot fromজিয়াউর রহমান জিয়া Facebook Post

‘Abdur Rab Bhuttow’ নামক আইডির পোস্টে দাবি করা হয়, “গত বছরের ডিসেম্বরে তিনি(গওহর রিজভী) অব্যহতি চেয়ে ছিলেন, কিন্ত শেখ হাসিনা তাকে এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে বলেন। এবার এপ্রিলে এসে যখন দেখলেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, শুধু আনুষ্ঠানিকতা বাকী তাই চুড়ান্তভাবে অব্যাহতি নিলেন। এখন গেজেট কবে প্রকাশ করে সেটা দেখার অপেক্ষায়।”

উক্ত দাবির সূত্র ধরে তথ্যটির সত্যতা যাচাইয়ের জন্য অনুসন্ধান করে, একই দাবিতে অর্থাৎ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী পদত্যাগ করেছেন শীর্ষক দাবিতে গত ডিসেম্বরে সামাজিক মাধ্যমে প্রচারিত বেশ কিছু ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়। উল্লেখ্য, ডিসেম্বরে প্রচারিত পোস্টগুলোতেও কোনো প্রকার তথ্যসূত্র উল্লেখ ছিলো না।

পরবর্তীতে বিস্তর অনুসন্ধানের মাধ্যমে গত ডিসেম্বরে পদত্যাগ দাবিতে ছড়িয়ে পড়া গুঞ্জন পরবর্তী সময়ে উক্ত দাবি সম্পর্কে গওহর রিজভীর বক্তব্য দেশীয় মূলধারার গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়।

২০২১ সালের ২৫ ডিসেম্বরে গুলশানের এক বই প্রকাশনা অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বিদায় নিয়ে যাওয়ার পথে তার (গওহর রিজভী) পদত্যাগ গুঞ্জন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেখেন ১১ বছর ধরেই এমনটি শুনছি। ১৩ বছর ধরে আছি আমি। প্রায় প্রতি দুই বছর পর পর আমার পদত্যাগের গুঞ্জন রটে। এটা যারা ছড়ায় তারা হয় আমাকে সরিয়ে দিতে চায়, না হয় প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চায়। তবে আমি আপনাদের নিশ্চিত করতে চাই- প্রধানমন্ত্রী এতে বিব্রত নন, আর আমি তো আছিই।’

Screenshot from Ittefaq website

২০২২ সালের ৭ এপ্রিল পর্যন্ত গওহর রিজভীর ছুটিতে থাকার তথ্য সত্য কিনা? এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, ওই সময় পর্যন্ত আমার দেশের বাইরে একটা কাজে থাকার কথা ছিল। আমি গিয়েছিলাম কাজটি করতে, এখন এসেছি, আবার যাব। ওই যাওয়া-আসার মধ্যেই কাজটি হয়ে যাবে।’

গওহর
Screenshot from Jugantor website

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী পদত্যাগ করেছেন এমন দাবির কোনো তথ্য দেশীয় কিংবা আন্তর্জাতিক সংবাদমাধ্যম গুলোতে খুঁজে পাওয়া যায় নি।

মূলত, কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ব্যতীত ‘Abdur Rab Bhuttow’, ‘জিয়াউর রহমান জিয়া’ ও ‘Mohammad Mainul Islam’ BNP’ নামের আইডি ও পেজ থেকে দেওয়া পোস্টগুলোর পরেই উক্ত দাবিটি কোনোপ্রকার তথ্যপ্রমাণ ছাড়া সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, যেসকল ফেসবুক আইডি ও পেজ থেকে শেখ হাসিনার আন্তর্জাতিক উপদেষ্টার পদ থেকে গওহর রিজভী পদত্যাগ করেছেন দাবিতে শুরুরদিকে তথ্য প্রচার করা হয় সেই একই পেজ ও আইডিগুলো থেকে বিভিন্ন সময়ে জাতীয় এবং রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে ছড়ানো ভুল ও বিভ্রান্তিকর তথ্য পূর্বেও যাচাই করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। দেখুন এখানে এবং এখানে

মামলায় হাজিরা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরব আমিরাত গমন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা

সিইসি নুরুল হুদার মার্কিন ভিসা বাতিলের তথ্যটি গুজব

প্রসঙ্গত, ড. গওহর রিজভী বেশ কয়েকদফা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক সম্পর্কে বিষয়ক উপদেষ্টা পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ, ২০১৯ সালের ১৪ জানুয়ারি একই পদে পুনরায় নিয়োগপ্রাপ্ত হয়েছেন তিনি।

সুতরাং, ‘শেখ হাসিনার আন্তর্জাতিক উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন ড. গওহর রিজভী’ শীর্ষক দাবির কোনো ভিত্তিই নেই এবং বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: শেখ হাসিনার আন্তর্জাতিক উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন ড. গওহর রিজভী
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img