সম্প্রতি “জার্মান থেকে আ’লীগ সরকার নিষিদ্ধ ! বিএনপি-কে আরো ২৪ দেশের সমর্থন” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, জার্মান থেকে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও বিএনপিকে ২৪ দেশের সমর্থনের দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয় বরং সম্পূর্ণ ভিত্তিহীনভাবে এটি প্রচার করা হচ্ছে।
জার্মান থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার তথ্যটির সত্যতা অনুসন্ধানে প্রথমেই এই সংক্রান্ত ভিডিওটি যাচাই করে রিউমর স্ক্যানার টিম।
৯ মিনিট ২ সেকেন্ডের এই ভিডিও প্রতিবেদনটি যাচাই করে দেখা যায়, পুরো ভিডিওটির কোথাও জার্মান থেকে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও বিএনপিকে ২৪ দেশের সমর্থনের বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি, বরং ভিডিওটির ১ মিনিট সময়কালে দেখা যায়, বিএনপির আগামী ২৪ ডিসেম্বরের গণমিছিলে ২০ দলীয় জোটের ১১ দলের অংশগ্রহণের কথা বলা হয়েছে। পাশাপাশি প্রতিবেদনের এই অংশে ১১ দলের নেতাদের বিএনপি ঘোষিত দশ দফা দাবিকে সমর্থনের কথাও বলা হয়েছে।
একইসাথে ৪ মিনিট সময়কালে দেখা যায়, সেখানে বাংলাদেশের জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠকের বিষয় উল্লেখ করা হয়েছে। তবে বৈঠকের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য উল্লেখ নেই।
অর্থাৎ, ভিডিও প্রতিবেদনটির কোথাও ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও বিএনপিকে ২৪ দেশের সমর্থনের বিষয়ে কোনো তথ্য উল্লেখ নেই।
তবে দেশের মূলধারার জাতীয় দৈনিক প্রথম আলোতে ১১ ডিসেম্বর ‘জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টারের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন বিএনপি নেতারা।
বৈঠকের আলোচনার বিষয় নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, দ্বিপক্ষীয় একান্ত বৈঠকের আলোচনাগুলো নিজেদের মধ্যে রাখাই ভালো। এগুলো নিয়ে বাইরে আলোচনা করার খুব একটা সুযোগ থাকে না। অর্থাৎ, জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির কি আলোচনা হয়েছে তা আমীর খসরু মাহমুদ চৌধুরী নিজেই গণমাধ্যমকে জানাননি।
অপরদিকে মূলধারার অনলাইন গণমাধ্যম ‘Dhakatimes’ এ “বিএনপির ১০ দফায় ১১ দলের সমর্থন, যুগপৎ আন্দোলনে থাকার ঘোষণা” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সংসদ ভেঙে দেওয়াসহ বিএনপির ১০ দফা দাবির প্রতি সমর্থন জানিয়েছে ২০ দলীয় জোটের শরিক ১১টি দল। গত শনিবার (১০ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে এ সমর্থন জানানো হয়।
পরবর্তীতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও বিএনপিকে ২৪ দেশের সমর্থনের বিষয়ের সত্যতা যাচাইয়ে দেশীয় ও আন্তর্জাতিক কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম যাচাই করেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
মূলত, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত ১২ ডিসেম্বর ‘জার্মান থেকে আ’লীগ সরকার নিষিদ্ধ ! বিএনপি-কে আরো ২৪ দেশের সমর্থন’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করা হয়। ভিডিও প্রতিবেদনটির শিরোনামে জার্মান থেকে আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ ও বিএনপিকে আরও ২৪ দেশের সমর্থনের কথা উল্লেখ করা হলেও মূল ভিডিওতে এই সংক্রান্ত কোনো তথ্য প্রদান করা হয়নি। বরং ভিডিওটি যাচাই করে দেখা যায়, সেখানে কেবল বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক ও বিএনপির ঘোষিত ১০ দফাতে দাবিতে ২০ দলীয় জোটের ১১ দলের সমর্থনের কথা উল্লেখ রয়েছে। এর বাইরে ভিডিও প্রতিবেদনটির কোথাও ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও বিএনপিকে ২৪ দেশের সমর্থনের বিষয়ে কোনো তথ্য উল্লেখ নেই।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ থেকে ১০ দফা দাবি উত্থাপন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বিএনপির এই ১০ দফা দাবির প্রতি সমর্থন জানিয়েছে ২০ দলীয় জোটের বিভিন্ন শরিক দল এবং গণতন্ত্র মঞ্চসহ অন্যান্য রাজনৈতিক দল।
সুতরাং, জার্মান থেকে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও বিএনপিকে ২৪ দেশের সমর্থনের দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়; এটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Daily Prothom Alo: জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
- Dhakatimes: বিএনপির ১০ দফায় ১১ দলের সমর্থন, যুগপৎ আন্দোলনে থাকার ঘোষণা
- Daily Inqilab: বিএনপির ১০ দফা জাতির মুক্তির সনদ, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন