সম্প্রতি, “শিশুটির চিকিৎসার জন্য ৫ লাখ টাকার প্রয়োজন” সম্বলিত একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, অরিন নামে প্রচারিত ছবিগুলো কোনো বাংলাদেশি শিশুর নয় বরং এগুলো ভারতের প্রশান্ত ও রামায়া দম্পতির সদ্য জন্ম নেওয়া জমজ শিশুর মধ্যে দ্বিতীয় শিশুর ছবি।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে ”Poor & helpless, I can’t afford my baby’s life-saving treatment. Help” শিরোনামে ভারতের গণ-অর্থায়ন প্লাটফর্ম ‘Ketto’ এর ওয়েবসাইটে মূল ছবিগুলো খুঁজে পাওয়া যায়।
পাশাপাশি, ‘Ketto’ এর অফিশিয়াল ফেসবুক পেজ এবং টুইটার একাউন্টে শিশুটির জন্য ফান্ডরাইজিং নিয়ে গত ৭ এবং ১৪ নভেম্বরে প্রকাশিত পোস্টেও ছবিগুলো খুঁজে পাওয়া যায়।
“After suffering two miscarriages, I was finally blessed with twins! One of them is in the grips of a deadly disease & despite doing my best, I cannot afford his treatment which costs Rs 25 lakhs. Save him with your kindness!”
Please help: https://t.co/5BXOQZdihy pic.twitter.com/eXamsSEFPB
— Ketto (@ketto) November 14, 2021
এছাড়া, Jiyenge নামের অন্য আরেকটি গণ-অর্থায়ন প্লাটফর্মের ওয়েবসাইটে শিশুটির ফাইন্ডরাইজিং পোস্ট খুঁজে পাওয়া যায়।
মূলত, ছবির শিশুটি ভারতের প্রশান্ত ও রামায়া দম্পতির সন্তান। শিশুটি নিউমোনিয়া এবং ফুসফুসের জটিল রোগে আক্রান্ত। বর্তমানে শিশুটি ভারতের ব্যাঙ্গালরে অবস্থিত অ্যাপোলো ব্যাঙ্গালর ক্রেডেল লিমিটেড হাসপাতালে আই সি ইউ তে ভর্তি। ফান্ডরাইজিং পোস্টগুলো থেকে জানা যায় আক্রান্ত শিশুটির চিকিৎসার জন্য ২৫ লাখ রুপি প্রয়োজন।

অন্যদিকে, অরিনের আর্থিক সাহায্যের জন্য আবেদনকৃত ফেসবুক পোস্টগুলোয় উল্লেখিত বিকাশ ও নগদ নাম্বারে (01873432926) একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করে বন্ধ পাওয়া যায় এবং আলোচিত পোস্ট গুলোতে শিশুটির বাবা দাবিতে প্রদত্ত নাম্বারে (01723417700) রিউমর স্ক্যানারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে, জনৈক মহিলা কলটি রিসিভ করেন জানান তিনি জনৈক জিহাদের মা। তার ছেলের চিকিৎসার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকা সংগ্রহ করা হচ্ছে। কিন্তু রিউমর স্ক্যানারের পক্ষ থেকে তার দাবির পক্ষে প্রমাণাদি চাওয়া হলে তিনি তা দিতে ব্যর্থ হোন।
তবে, অরিন নামে ছড়িয়ে পড়া ছবিগুলো ভুয়া শনাক্ত করা গেলেও বাস্তবিকভাবে বাংলাদেশে অরিন নামে কোনো শিশু রোগাক্রান্ত কিনা কিংবা তার চিকিৎসার জন্য কোনো আর্থিক সাহায্যের প্রয়োজন কিনা তা নিশ্চিত হওয়া যায় নি।
উল্লেখ্য, প্রশান্ত ও রামায়া সদ্য নবজাতক জমজ সন্তানদের ২য় জনের আর্থিক সহায়তার জন্য আর্থিক সাহায্য সংগ্রহ গত ১৯ নভেম্বরেই শেষ হয়েছে। সর্বশেষ পাওয়া তথ্যমতে, “Ketto” এর ওয়েবসাইটে শিশুটির বাবা মা তাদের সন্তানের সুস্থতার জন্য দোয়া চেয়ে একটি বার্তা দেন।
এছাড়া, সামাজিক মাধ্যম ফেসবুকে অতীতে বিভিন্ন সময়ে নাম ও ছবি পরিবর্তন করে প্রায় একই শিরোনামে আর্থিক সহায়তার নামে প্রতারণা মূলক তথ্য প্রচার হয়ে আসছে।
প্রসঙ্গত, রিউমর স্ক্যানার টিম পূর্বেও বিভিন্ন নাম ব্যবহার করে প্রতারণার উদ্দেশ্য আর্থিক সাহায্য চেয়ে করা পোস্টগুলোকে শনাক্ত করে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।
সুতরাং, আর্থিক সহায়তার নামে প্রতারণার উদ্দেশ্যে ভারতীয় শিশুর ছবি সম্বলিত পোস্ট বাংলাদেশের শিশু অরিনের দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: শিশুটির চিকিৎসার জন্য ৫ লাখ টাকার প্রয়োজন
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- Ketto: https://www.ketto.org/stories/savebabyoframya
- Ketto Facebook Post: https://www.facebook.com/212515512134895/posts/4503330476386689/
- Ketto Tweet: https://twitter.com/ketto/status/1459891369426653185?s=20
- Jiyenge: https://www.jiyenge.com/cause/my-baby-battle-for-his-life-and-we-need-your-support-to-save-him-soon.html