নারী বিসিএস ক্যাডারের বক্তব্য দাবিতে ভারতীয় অভিনেত্রীর ভিডিও প্রচার 

সম্প্রতি, ‘আমাদের বাংলাদেশের অহংকার বিসিএস ক্যাডার, এই মেয়েটি সবার উপরে ক্রাশ’ শীর্ষক ক্যাপশনে এক নারীর বক্তব্য দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নারী বিসিএস ক্যাডারের

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

২০২২ সালে টিকটকে একই দাবির একটি ভিডিও প্রায় ২২ লক্ষবার দেখা হয়েছে। দেখুন- এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বক্তব্যরত নারী বিসিএস ক্যাডার নন বরং, তিনি একজন ভারতীয় অভিনেত্রী।

রিভার্স ইমেজ সার্চ করে ‘KKRmindstudio’ নামের ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ১১ মার্চ ‘What an inspiring message !! #Ritikasingh’ শিরোনামে প্রকাশিত একই বক্তব্যের ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Comparison: Rumor Scanner

উক্ত ভিডিওতে বক্তব্য দেওয়া নারীর সাথে আলোচিত ভিডিওতে থাকা বক্তব্য দেওয়ার নারীর মিল পাওয়া যায়। উক্ত ভিডিওর খণ্ডিত অংশ নিয়েই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।

উক্ত ভিডিওতে তিনি বলেন, ‘আপনাদের উপস্থাপনাটির জন্য ধন্যবাদ এবং দয়া করে আমাকে ম্যাডাম ডাকবেন না, আমি আপনাদের বয়সেরই। আমার মনে হয় এখানে সবার বয়স কত? আমি মাত্র ২৩ বছরে পা দিলাম, তাহলে আমরা সমবয়সি।’

তিনি আরও বলেন, ‘আমি নিজেই একজন ছাত্রী, মাত্র স্নাতক ডিগ্রি শেষ করেছি। আমি শুধু এটাই বলতে চাই যে, আপনি এখন যে জীবনযাপন করছেন, আপনার কলেজ জীবন, এই জীবনটি আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময়। আপনাদের কলেজ জীবনে সত্যিই খুব মনোযোগ দেওয়া উচিত।’

তিনি শেষে বলেন, ‘জীবনে যদি আপনার সত্যিই পছন্দের কিছু থাকে, যদি আপনার কোন বিশেষ প্রতিভা থাকে অথবা আপনার মন অন্য কোনো জিনিসের প্রতি থাকে, তাহলে আমি এমনটা বলব না যে পড়াশোনা সম্পূর্ণ অবহেলা করুন। আমি একজন স্নাতক, ঠিক আছে, পড়াশোনা অবহেলা করবেন না কিন্তু আপনি যে বিষয়ে সত্যিই পারদর্শী সেই দিকে মনোযোগ দিন এবং সেটিকে আপনার শক্তি করুন। কারণ আমিও সেটাই করেছি।  আমি আরো বিশ্বাস করি যে, জীবনে আপনি যা করুন না কেন, প্রতিদিন আপনাকে ১০০% দিতে হবে’

পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে চলচ্চিত্র এবং টিভি শো’র জন্য রেটিং, পর্যালোচনা এবং স্ট্রিমিং গাইড সরবরাহ কারী ওয়েবসাইট ‘আইএমডিবি’ Ritika Singh এর বায়োগ্রাফি পাওয়া যায়। জানা যায়, ‘রিতিকা সিং একজন ভারতীয় অভিনেত্রী এবং মিশ্র মার্শাল আর্টিস্ট, যিনি প্রধানত তামিল চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়াও তিনি হিন্দি ও তেলুগু ছবিতেও অভিনয় করেছেন।’

Screenshot: IMDB

অর্থাৎ, বিসিএস ক্যাডারের বক্তব্যের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি মূলত একজন ভারতীয় অভিনেত্রীর।

রিতিকা সিং এর এমন আরও ভিডিও দেখুন- এখানে, এখানে, এখানে

মূলত, সম্প্রতি ‘আমাদের বাংলাদেশের অহংকার বিসিএস ক্যাডার, এই মেয়েটি সবার উপরে ক্রাশ’ দাবিতে একজন নারীর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে বক্তব্য দেওয়া নারী বিসিএস ক্যাডার নন। প্রকৃতপক্ষে, তিনি একজন ভারতীয় অভিনেত্রী এবং মিশ্র মার্শাল আর্টিস্ট।

সুতরাং, ভারতীয় অভিনেত্রীর বক্তব্যের ভিডিও বিসিএস ক্যাডারের বক্তব্যের দাবিতে প্রচারিত হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img