শাহবাগে শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলি চালানোর দৃশ্য দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

গত ২৭ আগস্ট তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগ অবরোধ করে প্রকৌশলের শিক্ষার্থীরা। শাহবাগ অবরোধের এক পর্যায়ে শিক্ষার্থীরা যমুনার দিকে পৌঁছলে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের পিছু হটতে বাধ্য করে পুলিশ। এরই প্রেক্ষিতে, “এই মুহূর্তে গভীর রাতে শাহবাগসহ আশেপাশের এলাকা রণক্ষেত্র পুলিশ নির্বিচারে শিক্ষার্থীদের উপর গুলি চালাচ্ছে। ইউনুছ সরকারের হাতিয়ার এখন পুলিশ। টিকে থাকার জন্য শেষ কামড় দিচ্ছে….” দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে শাহবাগে শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলি চালানোর ঘটনা ঘটেনি বরং, এটি ২০২৪ সালের নভেম্বরে প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে  আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার ভিডিও।


এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স সার্চ করে “মসজিদ মাদ্রাসা খেদমত সেন্টার/আর্জেন্ট খেদমত দিচ্ছি নিচ্ছি” নামক ফেসবুক গ্রুপে  “ফখরুদ্দীন আল রাযী স্বাধীন” নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২০২৪ সালের ২৪ নভেম্বর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, এটি প্রথম আলোর অফিসের সামনে সমাবেশে পুলিশের হামলার ভিডিও। 

উল্লিখিত সূত্র থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটে ২০২৪ সালের ২৪ নভেম্বর “প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের ধাওয়া দিলো আইনশৃঙ্খলা বাহিনী” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ২৪ নভেম্বর (রবিবার) সন্ধ্যায় প্রথম আলো পত্রিকা অফিসের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। ওইদিন দুপুরে রাজধানীর কাওরান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জোড়া গরু জবেহ কর্মসূচি শুরু করে বিক্ষোভকারীরা।

সুতরাং, ২০২৪ সালে প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার দৃশ্যকে সাম্প্রতিক সময়ে শাহবাগে শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলি চালানোর ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img