সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়েছে, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, “গত ১৫ বছর ছাত্রলীগের নাম ধারণ করে সকল হামলা চালিয়েছে শিবির”।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “গত ১৫ বছর ছাত্রলীগের নাম ধারণ করে সকল হামলা চালিয়েছে শিবির” শীর্ষক কোনো প্রকাশ্য মন্তব্য ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব করেননি বরং, কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই ছাত্রদল সভাপতির নামে আলোচিত এই দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে এবং পরবর্তীতে এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবিটির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, ছাত্রদল সভাপতি এরূপ কোনো প্রকাশ্য মন্তব্য করে থাকলে তা গণমাধ্যমে আসতো, তবে গণমাধ্যমেও এ বিষয়ে কোনো সংবাদ প্রতিবেদন পাওয়া যায়নি।
উল্লেখ্য যে, “গত ১৫ বছর ছাত্রলীগের নাম ধারণ করে সকল হামলা চালিয়েছে শিবির” শীর্ষক কোনো প্রকাশ্য মন্তব্য ছাত্রদল সভাপতি রাকিব না করে থাকলেও প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে ফেসবুকে ‘এমডি মল্লিক হাসান’ নামের একটি অ্যাকাউন্টে গত ২০ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তির সাথে হ্যান্ডমাইক হাতে নিয়ে দাঁড়িয়ে একজন বলছেন, “যারা ছাত্রলীগ বেশে ছাত্রশিবির করতো তারাই ছাত্রলীগ বেশে আমাদের নেতাকর্মীদের ওপর ১৭টা বছর নির্মম নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে”। পোস্টটির ক্যাপশনে বলা হয়, তিনি রাজশাহী ছাত্রদলের নেতা। তবে তার নাম বা কখন কোথায় বক্তব্যটি দিয়েছিলেন সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি।
সুতরাং, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, “গত ১৫ বছর ছাত্রলীগের নাম ধারণ করে সকল হামলা চালিয়েছে শিবির” শীর্ষক দাবিটি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Md Mollik Hasan – Facebook Post