সম্প্রতি, টেসলা এবং স্পেসএক্স-এর সিইও ইলন মাস্ক রোবট নাপিত দিয়ে চুল কাটাচ্ছেন দাবিতে দৈনিক জনকণ্ঠ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায়, অত্যাধুনিক এক রোবট ইলন মাস্কের চুল কাটছে। যেটিকে প্রতিবেদনের শেষে গণমাধ্যমটি ‘প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে মাস্কের নতুন পদক্ষেপ’ বলে আখ্যায়িত করেছে।

জনকণ্ঠে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে (আর্কাইভ)
ফেসবুকে প্রচারিত জনকণ্ঠ-এর ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।
একই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, রোবট নাপিত দ্বারা ইলন মাস্কের চুল কাটার প্রচারিত দাবিটি সঠিক নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরিকৃত ভিডিওটিকে বাস্তব দাবিতে প্রচার করা হয়েছে।
সাধারণত ইলন মাস্ক প্রতিটি বিষয়েই তার ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টে আপডেট দিয়ে থাকেন। তবে দাবিটির বিষয়ে প্রাথমিক অনুসন্ধানে তার এক্স অ্যাকাউন্ট পর্যালোচনা করে এমন কোনো ভিডিওর সন্ধান পাওয়া যায়নি।
পরবর্তী অনুসন্ধানে aismartzone ইউজারনেমের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওটির সাথে উক্ত ভিডিওর সাদৃশ্য রয়েছে।

এছাড়াও ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, এই ক্লিপটি কম্পিউটার জেনারেটেড ইমেজারি বা সিজিআই। যা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।
পাশাপাশি উক্ত ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি পর্যালোচনা করে দেখা যায়, এতে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত একাধিক ভিডিও রয়েছে। এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি নানা ধরনের ভিডিও দেখতে পাওয়া যায়।
সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে ইলন মাস্কের রোবট নাপিত দিয়ে চুল কাটানোর দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Aismartzone Instagram Account Post