জাতীয় পার্টির নেতাকর্মী কর্তৃক ওবায়দুল কাদের ও আনিসুল হককে গণধোলাই দেওয়ার ভুয়া দাবি ইউটিউবে 

সম্প্রতি, ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবে “সংসদে প্রধানমন্ত্রীর সামনেই গণধোলাই খেলো আইনমন্ত্রী ও ওবায়দুল কাদের।” শীর্ষক শিরোনাম এবং “সংসদে আইনমন্ত্রী ও ওবায়দুল কাদেরকে গণধোলাই দিলো জাতীয় পার্টির এমপিরা” শীর্ষক থাম্বনেইলে একটি ভিডিও প্রচার করা হয়েছে। 

গণধোলাই

ইউটিউবে প্রচারিত ভিডিওগুলো দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ইউটিউবে প্রচারিত এ সংক্রান্ত একটি ভিডিওই দেখা হয়েছে প্রায় সাড়ে ৯৫ হাজার।

উক্ত ভিডিওর লিংক শেয়ার করে ফেসবুকে প্রচারিত একটি পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সংসদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও আইনমন্ত্রী আনিসুল হককে জাতীয় পার্টির এমপিরা গণধোলাই দেয়নি বরং তারা তিনটি ভিন্ন ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও ক্লিপ যুক্ত করে তাতে চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওটির কোথাও ওবায়দুল কাদের ও আনিসুল হককে জাতীয় পার্টির এমপিরা গণধোলাই দিয়েছেন শীর্ষক কোনো তথ্যপ্রমাণের অস্তিত্ব মেলেনি অর্থাৎ ভিডিওটি’র শিরোনাম ও থাম্বনেইলে প্রচারিত দাবিটির সাথে বিস্তারিত অংশের অসামঞ্জস্যতা রয়েছে।

আলোচিত ভিডিওটিতে প্রচারিত দাবির বিষয়ে আরও অনুসন্ধানে ভিডিওটিতে দেখানো ভিডিও ক্লিপগুলোর বিষয়ে আলাদাভাবে অনুসন্ধান চালায় রিউমর স্ক্যানার টিম।

ভিডিও যাচাই ০১

অনুসন্ধানের শুরুতেই আলোচিত ভিডিওটিতে যুক্ত প্রথম ভিডিওটির অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে সময় টিভি’র ইউটিউব চ্যানেলে গত ২ ফেব্রুয়ারি “সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে হাতাহাতি | Maldives Parliament Incident | Maldives | Somoy TV” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওর একটি অংশই আলোচিত ভিডিওটিতে যুক্ত করা হয়েছে।

Video Comparison : Rumor Scanner 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, মালদ্বীপের সংসদ অধিবেশনে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জোর মন্ত্রিসভার সদস্যদের অনুমোদন দিতে সংসদের বিশেষ অধিবেশন বসে। মুইজ্জো সরকারের নতুন চার মন্ত্রীকে মন্ত্রিসভায় যোগদানের বিলে প্রবল অসম্মতি জানান বিরোধী দলের সংসদ সদস্যরা। এর থেকেই দুই দলের এমপিদের মধ্যে মারামারি ও চুল টানাটানির ঘটনা ঘটে।

ভিডিও যাচাই ০২ 

দ্বিতীয় ভিডিওর বিষয়ে অনুসন্ধানে যমুনা টিভি’র ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ১৬ জুন “বাজেট অধিবেশনকে কেন্দ্র করে পাকিস্তানের পার্লামেন্টে হাতাহাতি” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদনের শুরুর দিকের কিছু অংশই আলোচিত ভিডিওটিতে যুক্ত করা হয়েছে। 

Video Comparison : Rumor Scanner 

উক্ত ভিডিও প্রতিবেদনে সেসময় পাকিস্তানের পার্লামেন্টে সরকার ও বিরোধী দলীয় আইনপ্রণেতাদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে এক দল অন্য দলের দিকে বই ও নথিপত্র ছুঁড়ে মারার বিষয়ে বলা হয়। 

ভিডিও যাচাই ০৩ 

আলোচিত ভিডিওটিতে যুক্ত জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর ভিডিও ক্লিপটির বিষয়ে অনুসন্ধানে বায়ান্ন টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২২ জুন “৩ বার আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে সাহায্য করেছি সংসদে জাপা মহাসচিব। Mujibul Haque Chunnu” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদনের একটি অংশই আলোচিত ভিডিওতে যুক্ত করা হয়েছে। 

Video Comparison : Rumor Scanner

সেসময় জাতীয় সংসদের অধিবেশনে ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় জাপা মহাসচিব মুজিবুল হল চুন্নুর অংশ নেওয়ার সময়কার এই ভিডিওকে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে যুক্ত করা হয়। 

অর্থাৎ, উক্ত ভিডিও ক্লিপগুলোর সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই। কোনো প্রকার প্রাসঙ্গিকতা ছাড়াই উক্ত ভিডিও ক্লিপগুলো আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাথে যুক্ত করা হয়েছে।  

এছাড়া, মূলধারার গণমাধ্যম পর্যবেক্ষণ করে জাতীয় সংসদের অধিবেশনে ওবায়দুল কাদের এবং আনিসুল হককে জাতীয় পার্টির এমপিরা গণধোলাই দিয়েছেন শীর্ষক দাবিটির সত্যতা পাওয়া যায়নি।

মূলত, গত ২৮ জানুয়ারি মালদ্বীপের সংসদ অধিবেশনে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জোর মন্ত্রিসভার সদস্যদের অনুমোদন দিতে সংসদের বিশেষ অধিবেশন বসে। মুইজ্জো সরকারের নতুন চার মন্ত্রীকে মন্ত্রিসভায় যোগদানের বিলে প্রবল অসম্মতি জানান বিরোধী দলের সংসদ সদস্যরা। সেসময় বিরোধী দলের সংসদ সদস্যদের চেম্বারে প্রবেশের বাধা দেন সরকারি দলের এমপিরা। এর থেকেই দুই দলের এমপিদের মধ্যে মারামারি ও চুল টানাটানির ঘটনা ঘটে। পাশাপাশি ২০২১ সালে বাজেট অধিবেশনকে কেন্দ্র করে পাকিস্তানের পার্লামেন্টে ও বিরোধীদলীয় আইনপ্রণেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা এবং ২০২৩ সালে জাতীয় সংসদের অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর দেওয়া বক্তব্যের সময় উত্তেজিত হওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনা নিয়ে নিয়ে একাধিক গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছিল। এরই প্রেক্ষিতে একাধিক গণমাধ্যমের প্রতিবেদনের কিছু ভিডিও ক্লিপ যুক্ত করে ‘সংসদে প্রধানমন্ত্রীর সামনেই গণধোলাই খেলো আইনমন্ত্রী ও ওবায়দুল কাদের। জাতীয় সংসদ। BD politics news’ শীর্ষক শিরোনাম এবং সংসদে আইনমন্ত্রী ও ওবায়দুল কাদেরকে গণধোলাই দিলো জাতীয় পার্টির এমপিরা” শীর্ষক থাম্বনেইলে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিম অনুসন্ধানে দেখেছে যে, দাবিটি সঠিক নয়। অধিক ভিউ পাওয়ার আশায় চটকদার থাম্বনেইল ও শিরোনাম ব্যবহার করে একাধিক ভিন্ন ঘটনার ভিডিও ক্লিপ যুক্ত করে কোনো প্রকার প্রাসঙ্গিক তথ্যসূত্র ছাড়াই আলোচিত দাবির ভিডিওটি প্রচার করা হয়েছে। 

সুতরাং, সংসদে ওবায়দুল কাদের এবং আনিসুল হককে জাতীয় পার্টির এমপিরা গণধোলাই দিয়েছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img