সম্প্রতি, রাষ্ট্রপতির ছেলের বাসায় অবৈধ টাকার পাহাড়, ফেসে গেলো রাষ্ট্রপতি ও তার ছেলে আরশাদ আদনান- শীর্ষক শিরোনামে এবং থাম্বনেইলে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটিতে দাবি করা হচ্ছে, বাংলাদেশের রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের ছেলে আশরাফ আদনানের বাসায় অবৈধ টাকা পাওয়া গিয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু ভিডিও পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইউটিউব প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশের রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের ছেলে আশরাফ আদনানের বাসা থেকে অবৈধ টাকা উদ্ধার করা হয়নি বরং অধিক ভিউ পাবার আশায় ভিন্ন ঘটনার একটি সংবাদ প্রতিবেদনের সাথে চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি ভিন্ন ভিন্ন ঘটনার পুরোনো কয়েকটি ভিডিও ক্লিপ এবং ছবি যুক্ত করে সম্পাদনার মাধ্যমে তৈরি একটি ভিডিও। এছাড়া, ভিন্ন ঘটনার একটি সংবাদ প্রতিবেদনও দেখা যায়।
ভিডিও যাচাই
আলোচিত ভিডিওটিতে থাকা সংবাদ প্রতিবেদনটিতে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন নিউজ২৪ এর লোগো সম্বলিত একটি সংবাদ প্রতিবেদন দেখা যায়।
লোগো’র সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে নিউজ২৪ এর ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি “আওয়ামী লীগ নেতার বাড়িতে টাকার পাহাড়। ২০ কোটি নগদ টাকা উদ্ধার” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। (আর্কাইভ)
উক্ত ভিডিও প্রতিবেদনটির সাথে আলোচিত ভিডিওতে থাকা প্রতিবেদনটির হুবহু মিল রয়েছে।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, রাজধানীর পুরান ঢাকায় ওয়ারীর লালমোহন সাহা স্ট্রিট এলাকায় আওয়ামী লীগ নেতা দুই ভাই এনামুল-রূপনের বাসায় অভিযান চালিয়ে নগদ ২০ কোটি টাকা, বৈদেশিক মুদ্রাসহ বিপুল পরিমাণে স্বর্ণালঙ্কার উদ্ধার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পাশাপাশি ঐ বাসা থেকে তখন পাঁচ কোটি টাকার এফডিআরও উদ্ধার করা হয়েছিল। ২৪ ফেব্রুয়ারি দিনগত রাত থেকে ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে সেসময় পুরান ঢাকার ওই বাসায় অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
অর্থাৎ, আলোচিত দাবির ভিডিওটিতে থাকা সংবাদ প্রতিবেদনটি রাষ্ট্রপতির ছেলের বাসায় টাকা উদ্ধার সম্পর্কিত কোনো ঘটনার নয় বরং ভিন্ন ঘটনার।
পরবর্তীতে, রাষ্ট্রপতির ছেলে আশরাফ আদনানের বাসা থেকে অবৈধ টাকা উদ্ধারের দাবির বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমের বিশ্বস্ত কোনো সূত্রে এসংক্রান্ত সংবাদের কোনো সত্যতা পাওয়া যায়নি।
মূলত, ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পুরান ঢাকায় আওয়ামী লীগ নেতা দুই ভাই এনামুল-রূপনের বাসায় অভিযান চালিয়ে নগদ ২০ কোটি টাকা, বৈদেশিক মুদ্রাসহ বিপুল পরিমাণে স্বর্ণালঙ্কার উদ্ধার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সেসময় উক্ত বিষয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ২৪ এর ইউটিউবে প্রচারিত ভিডিওর সাথে সম্প্রতি রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের ছেলে আশরাফ আদনানের বাসা থেকে অবৈধ টাকা উদ্ধার করা হয়েছে দাবি জুড়ে দিয়ে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
সুতরাং, বাংলাদেশের রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের ছেলে আশরাফ আদনানের বাসা থেকে অবৈধ টাকা উদ্ধার করা হয়েছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- News24- আওয়ামী লীগ নেতার বাড়িতে টাকার পাহাড়। ২০ কোটি নগদ টাকা উদ্ধার
- Rumor Scanner’s Own Analysis