সম্প্রতি, এনবিআর এর রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলে ১৫ লাখ টাকায় একটি ছাগল ক্রয় করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য প্রচার করা হয়। পরবর্তীতে, ছাগল ক্রয় করা ছেলেটি তার নয় বলে গণমাধ্যমকে জানান মতিউর রহমান। এরই সুত্র ধরে, ‘ইফাত আমার ছেলে না, আমার ড্রাইভারের ছেলে’ শীর্ষক শিরোনামে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির আদলে তৈরি একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘ইফাত আমার ছেলে না, আমার ড্রাইভারের ছেলে’ শীর্ষক শিরোনামে সময় টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং চ্যানেলটির একটি ফটোকার্ডের শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে এটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি সময় টিভির লোগো থাকার প্রেক্ষিতে কি-ওয়ার্ড সার্চ করে সময় টিভির ওয়েবসাইট, ভেরিফাইড ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে গণমাধ্যমটির ফেসবুক পেজে গত ১৯ জুন প্রকাশিত একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়।
এই পোস্টে ব্যবহৃত ফটোকার্ডের সঙ্গে ফেসবুকে প্রচারিত ফটোকার্ডটির ছবি মিল খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে এই ফটোকার্ডটির সাথে আলোচিত ফটোকার্ডটির তূলনামূলক বিশ্লেষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের শিরোনাম ও ফন্টের সাথে সময় টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডের ফন্টের মিল নেই।
Comparison by Rumor Scanner
যা থেকে প্রতীয়মান হয় যে, এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে ‘ইফাত আমার ছেলে না, আমার ড্রাইভারের ছেলে’ শীর্ষক বাক্যাংশ যুক্ত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূলত, গত ১৯ জুন সময় টিভি ‘এক লাখ টাকা বুকিং মানি দিয়েও ১৫ লাখের খাসি নেননি ক্রেতা’ শীর্ষক শিরোনামের একটি ফটোকার্ড প্রকাশ করে। পরবর্তীতে এই ফটোকার্ডটিকেই সম্পাদনা করে ‘ইফাত আমার ছেলে না, আমার ড্রাইভারের ছেলে-রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান’ শীর্ষক শিরোনামে ফেসবুকে প্রচার করা হচ্ছে।
সুতরাং, সময় টিভির ফটোকার্ড ব্যবহার করে ‘ইফাত আমার ছেলে না, আমার ড্রাইভারের ছেলে-রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান’ শীর্ষক শিরোনামে প্রচারিত তথ্যটি মিথ্যা এবং আলোচিত ফটোকার্ডটি এডিটেড বা বিকৃত।
তথ্যসূত্র
- Somoy TV: Website
- Somoy TV: Verified Facebook Page
- Rumor Scanner’s Own Analysis