সম্প্রতি, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর ছাত্রীর পোস্ট ভাইরাল’ শীর্ষক দাবিতে একটি ভাইরাল পোস্টের স্ক্রিনশটসহ বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি’র লোগো সম্বলিত একটি ফটোকার্ড ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর ছাত্রীর পোস্ট ভাইরাল’ শীর্ষক শিরোনামে সময় টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট বা সম্পাদনার মাধ্যমে সময় টিভি’র লোগো যুক্ত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়া আলোচিত ফটোকার্ডে যুক্ত কথিত ভাইরাল পোস্টটিরও কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
গুজবের সূত্রপাত
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বাংলা চটি গল্প ভান্ডার নামের একটি পাবলিক গ্রুপে Jim Akter নামের একটি ফেসবুক আইডি থেকে ৬ ডিসেম্বর দুপুর ৩:৩০ মিনিটে করা সম্ভাব্য প্রথম পোস্টটি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে একই আইডি থেকে সেদিন বিকেল ৫টা ২৮ মিনিটে যশোরের মেয়ে স্বপনা নামের আরেকটি পাবলিক গ্রুপে ‘এখনো সময় আছে মেয়েদের কওমি মহিলা মাদ্রাসায় সুশিক্ষিত করুন! আর কত দেখবেন!’ শীর্ষক শিরোনামে আলোচিত ফটোকার্ডটি পুনরায় পোস্ট (আর্কাইভ) পোস্ট করা হয়।

এছাড়াও একই ফেসবুক আইডি থেকে উক্ত ফটোকার্ড ব্যতীতও শুধু কথিত ভাইরাল পোস্টের তথ্যটি 💔😔ডিপ্রেশন😔💔 নামের একটি পাবলিক গ্রুপে গত ৭ ডিসেম্বর দুপুর ৩:২১ মিনিটে পোস্ট (আর্কাইভ) করা হয়।

এরপর থেকেই আলোচিত ফটোকার্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
আলোচিত ফটোকার্ডটিতে ব্যবহৃত Tumpa Akter নামের আইডির কথিত ভাইরাল পোস্টটিতে পোস্ট করার সময়ের স্থলে ২ দিন আগে লেখা রয়েছে। অর্থাৎ ফটোকার্ডটি যদি ৬ তারিখ প্রথম পোস্ট করা হয় সে হিসেবে কথিত ভাইরাল পোস্টটি ৪ তারিখ করা হতে পারে।
পরবর্তী অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Tumpa Akter নামের একটি আইডি খুঁজে পাওয়া যায়। যাতে গত ৫ নভেম্বর আপলোড করা একটি ছবি খুঁজে পাওয়া যায়। যার সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত কথিত ভাইরাল পোস্টের স্ক্রিনশটের আইডির প্রোফাইল পিকচারের হুবহু মিল রয়েছে।

তবে, Tumpa Akter নামের উক্ত ফেসবুক আইডিটি পর্যালোচনা করেও আলোচিত স্ট্যাটাসটি খুঁজে পাওয়া যায়নি। তবে, আইডিটিতে গত ৯ নভেম্বর যতই ঠান্ডা পড়ুক বাড়ুক শীতের প্রকোপ, সেরার সেরা এই ঋতু যে ক্ষণস্থায়ী বড়,,তাই মনে জাগে ক্ষোভ (আর্কাইভ) শীর্ষক শিরোনামে করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

যার মন্তব্যের ঘরে Sohail Hasan নামের এক ব্যক্তি আলোচিত ফটোকার্ডটি দিয়ে উক্ত পোস্টটি তার কিনা জানতে চান। এর উত্তরে Tumpa Akter জানান পোস্টটি তার নয়।

পরবর্তীতে আলোচিত ফটোকার্ডটি সময় টিভি প্রকাশ করেছে কিনা তা জানতে সময় টিভি‘র ভেরিফাইড ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম বা তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও সময় টিভি’র ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্যকোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তাছাড়াও সময় টিভি’র পেজে প্রচারিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডের ডিজাইনের ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যায়। উভয় ফটোকার্ডে সময় টিভি’র লোগোর পজিশন, ছবি ব্যবহারের নিয়ম এবং শিরোনাম লেখার ধরণ ও ফন্টের মধ্যে সম্পূর্ণ ভিন্নতা রয়েছে।

এছাড়াও সময় টিভি’র পেজে গত ২ মাসে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে দেখা যায়, সময় টিভি তাদের ফেসবুক পেজে উক্ত ডিজাইনে কখনো কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।
মূলত, গত ৬ ডিসেম্বর বাংলা চটি গল্প ভান্ডার নামের একটি পাবলিক গ্রুপে Jim Akter নামের একটি ফেসবুক আইডি থেকে ‘আমি একজন জাহাঙ্গীরনগরের ছাত্রী হলেও বলছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর ১০০% মেয়ের মধ্যে ৯০ % মেয়েই খাওয়া,’ শীর্ষক স্ট্যাটাসের স্ক্রিনশট যুক্ত সময় টিভি’র লোগো সম্বলিত একটি ফটোকার্ড পোস্ট করা হয়। পরবর্তীতে একই আইডি থেকে উক্ত ফটোকার্ডটি আরও বেশকিছু পাবলিক গ্রুপে পোস্ট হলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, সময় টিভি তাদের ভেরিফাইড ফেসবুক পেজে আলোচিত ফটোকার্ডটি প্রকাশ করেনি। এছাড়াও দেখা যায়, উক্ত ফটোকার্ডে ব্যবহৃত কথিত ভাইরাল পোস্টটি যে আইডি থেকে করা হয়েছে বলে উপস্থাপন করা হয়েছে সেই ফেসবুক আইডিটি পর্যালোচনা করে আলোচিত দাবি সম্বলিত কোনো পোস্ট পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে কথিত ভাইরাল পোস্টের সাথে সময় টিভি’র লোগো যুক্ত করে আলোচিত ফটোকার্ডটি প্রচার করা হয়েছে।
সুতরাং,‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর ছাত্রীর পোস্ট ভাইরাল’ শীর্ষক শিরোনামে সময় টিভি‘র লোগো সম্বলিত আলোচিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- বাংলা চটি গল্প ভান্ডার Public Group: Post
- যশোরের মেয়ে স্বপনা Public Group: Post
- Tumpa Akter Facebook Account: Photo
- Tumpa Akter Facebook Account: (2) Tumpa Akter – যতই ঠান্ডা পড়ুক বাড়ুক শীতের প্রকোপ, সেরার সেরা এই… | Facebook
- Rumor Scanner’s Own Analysis