সম্প্রতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ‘এবার আমার র*ক্তচক্ষুর চাহনি, সম*কামীদের জন্য। কোথায় পালিয়ে যাস,দেখবো!’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম সমকামীদের নিয়ে ফেসবুকে এমন কোনো পোস্ট করেননি বরং সম্পূর্ণ ভিত্তিহীনভাবে সারজিস আলমের নাম ব্যবহার করে আলোচিত তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে Sarjis Alam এর নাম ও ছবিযুক্ত কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে খুঁজে পাওয়া পায় রিউমর স্ক্যানার টিম যে পেজগুলোতে আলোচিত মন্তব্যটি পোস্ট(১, ২, ৩) করা হয়। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে আলোচ্য ফেসবুক পোস্ট করা অ্যাকাউন্ট ও পেজগুলো সারজিস আলমের আসল অ্যাকাউন্ট বা পেজ নয় বলে প্রতীয়মান হয়।

অনুসন্ধানে সারজিস আলমের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এমন কোন ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়নি। উক্ত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সারজিস আলম গত ৬ আগস্ট লাইভে এসে তার আর কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ না থাকার তথ্য নিশ্চিত করেছেন।
সুতরাং, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ‘এবার আমার র*ক্তচক্ষুর চাহনি, সম*কামীদের জন্য। কোথায় পালিয়ে যাস,দেখবো!’ শীর্ষক তথ্য ফেসবুকে পোস্ট করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Sarjis Alam – Verified Facebook Account
- Rumor Scanner’s Own Analysis