সম্প্রতি “৮ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো দেশে কোনো এয়ারলাইন্সে কোনো ক্লাশে কোনো সিট নাই! রাগব বোয়াল পালাচ্ছে” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত তথ্যটি সত্য নয় বরং ৮-১২ তারিখে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের ফ্লাইটে সিট খালি রয়েছে।
গুজবের সূত্রপাত
অনুসন্ধানে ২ ডিসেম্বর রাত ৩টা ৩মিনিটে ‘Shamsul Alam’ নামক একটি ফেসবুক প্রোফাইল থেকে প্রথম পোস্টটি পাওয়া যায়।

পরবর্তীতে, সকাল ১১টা ৪৫মিনিটে ‘ফাতেমা-তুজ জোহরা মীতু’ নামক একটি প্রোফাইল থেকে একই পোস্টটি প্রকাশ করা হলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
অনুসন্ধানে, বাংলাদেশ বিমান এর ই-টিকেটিং সাইটে বাংলাদেশ থেকে কানাডা, দুবাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারত সহ বেশকিছু দেশের ফ্লাইটে সিট খালি পাওয়া যায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বাংলাদেশ থেকে কানাডার ফ্লাইটে ৯ ডিসেম্বরে দুই ক্লাসে মোট ৬টি সিট খালি পাওয়া গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের ফ্লাইটে বিজনেস ক্লাসে ৯ ডিসেম্বরে ৪ টি সিট খালি পাওয়া গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ডিসেম্বর ২ টি ও ১১ ডিসেম্বর ১ টি সিট খালি পাওয়া গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বাংলাদেশ থেকে আরব আমিরাতের (দুবাই) ফ্লাইটে ১২ ডিসেম্বরে বিজনেস ক্লাসে ৬ টি সিট খালি পাওয়া গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বাংলাদেশ থেকে থাইল্যান্ডের ফ্লাইটে দুই ক্লাসে ৯ ডিসেম্বরে মোট ৮ টি সিট খালি পাওয়া গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বাংলাদেশ থেকে ভারতের ফ্লাইটে ১০ ডিসেম্বরে বিজনেস ক্লাসে ৭ টি সিট খালি পাওয়া গেছে।
যা বলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ রিউমর স্ক্যানারকে জানিয়েছে, বাংলাদেশ থেকে কানাডাতে সপ্তাহে দুইদিন দুটি ফ্লাইট রয়েছে। ডিসেম্বরে বছরের অন্যান্য সময়ের থেকে বিদেশে বেশি মানুষ ট্রাভেল করে। ফলে ডিসেম্বরের দিকে সিট কম খালি থাকে। কিন্তু ফেসবুকে প্রচারিত দাবিটি সত্য নয়, সিট যে খালি আছে তা তো অনলাইনেই দেখা যাচ্ছে।
ইউ এস বাংলা এয়ারলাইনসের আপডেট
অনুসন্ধানে দেখা যায় ইউ এস বাংলা এয়ারলাইন্সের (তাদের বাংলাদেশ-কানাডা ফ্লাইট নেই) দুবাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ বেশকিছু দেশের ফ্লাইটে সিট খালি পাওয়া যায় (সবগুলো চেক করা হয়েছে ৫ ডিসেম্বর দুপুর ১ টার দিকে)।

ইউএস বাংলা এয়ারলাইন্সে বাংলাদেশ থেকে আরব আমিরাত (দুবাই) ফ্লাইটে ৯ ডিসেম্বরে ২১ টি সিট খালি পাওয়া গেছে।


ইউএস বাংলা এয়ারলাইন্সে বাংলাদেশ থেকে ব্যাংকক ফ্লাইটে ১০ ডিসেম্বরে ৪টি সিট খালি পাওয়া গেছে।

ইউএস বাংলা এয়ারলাইন্সে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের ফ্লাইটে ৮ ডিসেম্বরে ১০টি সিট খালি পাওয়া গেছে।


ইউএস বাংলা এয়ারলাইন্সে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের ফ্লাইটে ৯ ডিসেম্বরে ৪টি সিট খালি পাওয়া গেছে।
মূলত, সারাদেশে সমাবেশের অংশ হিসেবে রাজধানী ঢাকায় ১০ ডিসেম্বর গণসমাবেশের ডাক দিয়েছে বিরোধী দল বিএনপি। এই সমাবেশকে ঘিরে দলটির কিছু নেতাকর্মীরা বিভিন্ন মাধ্যমে দাবি করেছেন ১০ ডিসেম্বরের পরে ক্ষমতাসীন আওয়ামীলীগের অনেক নেতাকর্মী দেশ ছেড়ে পালাবেন। সেই দাবির সাথে মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুনরায় ভিত্তিহীনভাবে দাবি করা হচ্ছে যে “৮-১২ ডিসেম্বর বাংলাদেশ থেকে কোনো দেশের কোনো ফ্লাইটে কোনো সিট খালি নেই” তথা পূর্বেই বুকিং দিয়ে রাখা হয়েছে। তবে অনুসন্ধানে এই সময়ের মধ্যে বেশকিছু ফ্লাইটে সিট খালি পাওয়া গেছে।
উল্লেখ্য, গত ১২ই অক্টোবর চট্টগ্রাম থেকে বিভাগীয় গণসমাবেশ কর্মসূচী শুরু করে বিএনপি যা শেষ হবে ঢাকায় ১০ই ডিসেম্বর সমাবেশের মধ্য দিয়ে। জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলীয় কর্মসূচিতে গুলি করে নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদ, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে বিভাগীয় (দলের সাংগঠনিক বিভাগ) পর্যায়ে এই সমাবেশের কর্মসূচি শুরু করে বিএনপি।
প্রসঙ্গত, আগামী ১০ ডিসেম্বর বিরোধী দল বিএনপি রাজধানী ঢাকায় গণসমাবেশ আয়োজন করবে এবং এই সমাবেশকে ঘিরে দলটির নেতাকর্মীরা সরকার পতন সহ বিভিন্ন বক্তব্য দিয়েছেন। বাংলাদেশের রাজনীতি সম্পর্কিত বিভিন্ন তথ্য ও ছবি নিয়ে ইতোমধ্যে বেশ কয়েকটি ফ্যাক্ট-চেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, “৮-১২ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো দেশে কোনো এয়ারলাইন্সে কোনো ক্লাসে কোনো সিট নাই! রাঘব বোয়াল পালাচ্ছে” শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।