গত ০৩ মে জাতীয় দৈনিক প্রথম আলোয় ছাপা সংস্করণে পত্রিকাটির সাহিত্য সাময়িকী অন্য আলোতে “তিন রাষ্ট্রপর্বে রবীন্দ্রনাথ” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে ছাপা হওয়া একটি ছবিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি বলে দাবি করেছে পত্রিকাটি।

প্রথম আলোর প্রিন্ট সংস্করণে ছাপা হওয়া ছবিটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রথম আলোয় ছাপা হওয়া ছবিটি রবীন্দ্রনাথ ঠাকুরের নয় বরং ইন্দো-আর্জেন্টিনীয় সিনেমা ‘থিংকিং অফ হিম’ এ রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করা অভিনেতা ভিক্টর ব্যানার্জির ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভারতের সংবাদমাধ্যম ইটিভি ভারত এর ওয়েবসাইটে একই ছবি খুঁজে পাওয়া যায়। ছবির ক্যাপশনে সেখানে স্পষ্ট করেই লেখা রয়েছে যে, ছবিটি স্বয়ং রবীন্দ্রনাথের নয় বরং রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করা ভিক্টর ব্যানার্জির।

ইটিভি ভারতের প্রতিবেদন থেকে জানা যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তি পেয়েছে ইন্দো-আর্জেন্টিনীয় ছবি ‘থিংকিং অফ হিম’ (Thinking of Him)। কবিগুরুর ভূমিকায় ছিলেন ভিক্টর ব্যানার্জি।
আর্জেন্টিনার লেখক ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কের অন্বেষণ এই ছবির মূল প্রতিপাদ্য । সিনেমার পরিচালক আর্জেন্টিনাবাসী পাবলো সিজার।
ছবির-সহ প্রযোজক সুরজ কুমার বলছেন, “আমরা আনন্দিত যে ছবিটি অবশেষে ভারত জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে। আমরা সত্যিই ভাগ্যবান যে পাবলোর মতো একজনকে নেতৃত্বে পেয়েছি। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ভূমিকায় কেন্দ্রীয় চরিত্রে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে পেয়েছি।”
এই ছবি সম্পর্কে ভারতের আরেক সংবাদমাধ্যম এই সময় এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে ভিক্টর ব্যানার্জির একটি সাক্ষাৎকার পাওয়া যায়। তিনি বলেন, “ভিক্টোরিয়া ওকাম্পো কবিগুরুকে নিয়ে কী ভাবতেন তা নিয়েই এই ছবি। আপনি এবং আমি রবীন্দ্রনাথ সম্পর্কে যা ভাবি তা নিয়ে এই ছবিটি নয়, এই ভূমিকার জন্য এই ভূমিকার জন্য ভিক্টোরিয়া একজন মহিলা এবং বুদ্ধিজীবী হিসাবে রবীন্দ্রনাথের জন্য কী অনুভব করেন তা বোঝা আমার পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল।”
মুলত, গত ০৩ মে প্রথম আলোর সাহিত্য সাময়িকী অন্য আলোর ছাপা সংস্করণে “তিন রাষ্ট্রপর্বে রবীন্দ্রনাথ” শিরোনামের প্রতিবেদনে যে ছবি ব্যবহার করা হয়েছে, তা রবিঠাকুরের নয়। প্রকৃতপক্ষে, ইন্দো-আর্জেন্টিনীয় সিনেমা ‘থিংকিং অফ হিম’ এ রবীন্দ্রনাথের চরিত্রে অভিনীত অভিনেতা ভিক্টর ব্যানার্জির ছবি এটি।
উল্লেখ্য, প্রথম আলোর অনলাইন সংস্করণে রবীন্দ্রনাথের ভুল ছবি ব্যবহার নিয়ে পরবর্তীতে সংশোধনী দেওয়া হয়। তবে ছাপা সংস্করণে কোনো সংশোধনী দেওয়া হয়নি।
সুতরাং, প্রথম আলোর এক প্রতিবেদনে ভিক্টর ব্যানার্জির ছবিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Etv Bharat – Thinking Of Him: রবীন্দ্রনাথের চরিত্রে ভিক্টর, কবিগুরু-ভিক্টোরিয়ার কাহিনি এবার সেলুলয়েডে
- এই সময় – এ যেন হুবহু কবিগুরু, রবি ঠাকুরের ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন?
- Rumor Scanner’s own analysis