সম্প্রতি, অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট ভারতের ক্রিকেটার ভিরাট কোহলির বিশ্রামের বিষয়ে একটি মন্তব্য করেছেন দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে। দাবি করা হচ্ছে, গিলক্রিস্ট বলেছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকারের রেকর্ড পরিবর্তন চায় না বলে কোহলিকে ওয়ানডেতে বিশ্রামে রাখছে।
উক্ত দাবিতে ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কোহলির বিশ্রাম এবং শচীনের রেকর্ডের বিষয়ে অ্যাডাম গিলক্রিস্ট কোনো মন্তব্য করেননি বরং কোনো প্রকার তথ্যসূত্র ছাড়াই উক্ত মন্তব্যটি গিলক্রিস্টের দাবিতে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চ করে ভারতের সংবাদমাধ্যম Sports Keeda এর ওয়েবসাইটে গত ২১ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, আলোচিত মন্তব্যটি গিলক্রিস্ট করেননি।
প্রতিবেদনে বলা হয়, গিলক্রিস্ট টুইটারে তার অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি দাবির টুইট শেয়ার করে এমন মন্তব্য কখনোই করেননি বলে নিশ্চিত করেছেন।
পরবর্তীতে গিলক্রিস্টের এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) গত ২০ সেপ্টেম্বর প্রকাশিত আলোচিত টুইটটি খুঁজে পাওয়া যায়৷
মূলত, ওয়ানডে বিশ্বকাপের পূর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে ভারত। এই সিরিজ প্রথম দুই ম্যাচে কোহলিকে বিশ্রাম দিয়েছে বোর্ড। এর প্রেক্ষিতে ফেসবুকে দাবি করা হচ্ছে, অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট বলেছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকারের রেকর্ড পরিবর্তন চায় না বলে কোহলিকে ওয়ানডেতে বিশ্রামে রাখছে। কিন্তু রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিটি সঠিক নয়। গিলক্রিস্ট এমন কোনো মন্তব্য করেননি, যা তিনি নিজেই এক্সে (সাবেক টুইটার) একটি টুইট শেয়ারের মাধ্যমে নিশ্চিত করেছেন।
সুতরাং, কোহলির বিশ্রাম এবং শচীনের রেকর্ডের বিষয়ে অ্যাডাম গিলক্রিস্ট মন্তব্য করেছেন শীর্ষক একটি দাবি ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।