পুরুষদের ৪ বিয়ে বাধ্যতামূলক করার বিষয়ে ডা. শফিকুর রহমান কোনো মন্তব্য করেননি

“ক্ষমতায় গেলে পুরুষদের ৪ বিয়ে বাধ্যতামূলক করবে জামায়াত” শীর্ষক তথ্যে বা শিরোনামে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের ছবিসহ একটি ফটোকার্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, পুরুষদের ৪ বিয়ে বাধ্যতামূলক করার প্রসঙ্গে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমন কোন মন্তব্য করেননি এবং জামায়াতে ইসলামী দলগতভাবেও এমন কোনো সিদ্ধান্তের কথা জানায়নি বরং, কোনো প্রমাণ ছাড়াই ভুয়া এই দাবি জামায়াতে ইসলামী ও ডা. শফিকুর রহমানের নামে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে অন্তত গতকাল ২৩ সেপ্টেম্বর থেকে এ বিষয়ে ফেসবুকে পোস্ট (আর্কাইভ) হতে দেখা যায়। তবে এসব পোস্টে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। এছাড়া দেশিয় এবং আন্তর্জাতিক কোন গণমাধ্যম এমনকি জামায়েতে ইসলামীর অফিশিয়াল ফেসবুক পেজেও উক্ত দাবির কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি।

বিষয়টি অধিকতর নিশ্চিতের জন্য এই বিষয়ে জানতে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক আশরাফুল আলম ইমনের সাথে রিউমর স্ক্যানারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি জানান, এটি মিথ্যা প্রোপাগাণ্ডা।

সুতরাং, জামায়াতে ইসলামী ও সংগঠনটির নেতা ডা. শফিকুর রহমানকে উদ্ধৃত করে ‘ক্ষমতায় গেলে পুরুষদের ৪ বিয়ে বাধ্যতামূলক করবে জামায়াত’ দাবিতে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। 

তথ্যসূত্র

  • Rumor Scanner’s own analysis

আরও পড়ুন

spot_img