মঙ্গলবার, অক্টোবর 8, 2024
spot_img

কর্মবিরতি থাকা ডাক্তারদের বাদ দিয়ে নতুন নিয়োগের বিষয়ে ড. আসিফ নজরুল কোনো মন্তব্য করেননি

গত ৩১ আগস্ট এক শিক্ষার্থীর চিকিৎসায় অবহেলায় মৃত্যুর অভিযোগ তুলে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধর করা হয়। এ ঘটনায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে দেশের সব সরকারি ও বেসরকারি চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেয়। এরই প্রেক্ষিতে, ‘কর্ম বিরতিতে যারাই যাবে তাদের আর ফেরানো হবে না। সাথে সাথে ৩ দিনেই হবে নতুন নিয়োগ’ শীর্ষক একটি মন্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, কর্মবিরতিতে থাকা ডাক্তারদের বাদ নতুন নিয়োগের প্রসঙ্গে আসিফ নজরুল এমন কোন মন্তব্য করেননি বরং কোনো প্রমাণ ছাড়াই ভুয়া এই দাবি আসিফ নজরুলের নামে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে অন্তত গত ১ সেপ্টেম্বর থেকে এ বিষয়ে ফেসবুকে পোস্ট (আর্কাইভ) হতে দেখা যায়। তবে এসব পোস্টে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। এছাড়া অনুসন্ধানে দেশীয় এবং আন্তর্জাতিক কোন গণমাধ্যম এমনকি আইন উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজেও উক্ত দাবির প্রেক্ষিতে কোন গ্রহণযোগ্য তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং,‘কর্ম বিরতিতে যারাই যাবে তাদের আর ফেরানো হবে না। সাথে সাথে ৩ দিনেই হবে নতুন নিয়োগ’ শীর্ষক মন্তব্য ড. আসিফ নজরুল করেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s own analysis
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img