সকল গ্রেডের সরকারি চাকরিতে কোটা বৈষম্যের প্রতিবাদে দেশজুড়ে নানা উচ্চশিক্ষার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এরই মাঝে চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে জাফর ইকবাল লিখিত মন্তব্য করেন যা আন্দোলকারী এবং আন্দোলন সমর্থনকারীরা সহজভাবে নেয়নি৷ এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাবি প্রচার করা হচ্ছে, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ২০২৪-২৫ সালের কমিটির সহ-সভাপতি পদ থেকে জাফর ইকবালকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিছু কিছু পোস্টে সহ-সভাপতি পদের কথা উল্লেখ করা না হলেও দাবিকৃত পোস্টে সংযুক্ত ছবিতে সহ-সভাপতি পদ ও জাফর ইকবালের নাম চিহ্নিত করে দেখানো হচ্ছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড থেকে জাফর ইকবালকে সাম্প্রতিক সময়ে অব্যাহতি দেওয়া হয়নি, বরং তিনি এই কমিটি ঘোষণাকালীন সময় থেকেই উক্ত কমিটিতে নেই৷
এ বিষয়ে অনুসন্ধানের প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইট পর্যবেক্ষণ করলে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ২০২৪-২৫ এর কমিটি পাওয়া যায়। জানা যায়, কমিটিটি ১০ জানুয়ারি ২০২৪ থেকে কার্যকর করা হয়েছে। কমিটির সদস্যদের মধ্যে জাফর ইকবালের নাম পাওয়া যায়নি।
গত ২৩ জানুয়ারি “বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের কমিটিতে শাবির দুই অধ্যাপক” শিরোনামে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন থেকেও জানা যায়, কমিটিতে জাফর ইকবাল নেই।
এ বিষয়ে জানতে রিউমর স্ক্যানারের পক্ষ থেকে বর্তমান কমিটির সদস্য এবং চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দে এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির কো-অর্ডিনেটর বায়েজীদ জুয়েলের সাথে যোগাযোগ করা হয়।
বায়েজীদ জুয়েল জানাচ্ছেন, ২০২৪-২০২৫ নতুন কমিটি গঠন করা হয়েছে গত ১০ জানুয়ারি। নতুন কমিটিতে জাফর ইকবাল ছিলেন না। শুধু জাফর ইকবালই নয়, আরোও কয়েকজন পুরাতন সদস্য ছিলেন না কমিটিতে।
ড. উজ্জ্বল কুমার দে’ও রিউমর স্ক্যানারকে একই তথ্য দিয়েছেন।
অর্থাৎ, জাফর ইকবালকে অলিম্পিয়াড কমিটি থেকে সাম্প্রতিক সময়ে অব্যাহতি দেওয়ার বিষয়টি সঠিক নয়।
মূলত, সম্প্রতি চলমান কোটা সংস্কার আন্দোলনে কথা সাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের একটি মন্তব্য ঘিরে সমালোচনা ও নিন্দা জানানো হচ্ছে আন্দোলনকারী এবং আন্দোলন সমর্থনকারীদের পক্ষ থেকে। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হচ্ছে, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ২০২৪-২৫ সালের কমিটি থেকে জাফর ইকবালকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, গত জানুয়ারিতে ঘোষিত এই কমিটিতে শুরু থেকেই ছিলেন না জাফর ইকবাল।
সুতরাং, কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে ড. মুহম্মদ জাফর ইকবালকে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ২০২৪-২৫ এর কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Bangladesh Mathematic Olympiad – বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি (২০২৪-২০২৫)
- RTV – বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের কমিটিতে শাবির দুই অধ্যাপক
- Rumor Scanner’s own analysis