কোটা আন্দোলনে স্লোগান দেওয়া এই নারী মুনজেরিন শহীদ নয়

সাম্প্রতিক কোটা আন্দোলনে অংশ নিয়ে শিক্ষার্থীদের সাথে স্লোগান দিয়েছেন টেন মিনিট স্কুলের শিক্ষক মুনজেরিন শহীদ শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। 

মুনজেরিন শহীদ

ফেসবুক পোস্ট এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, কোটা আন্দোলনে স্লোগান দেওয়া এই নারী মুনজেরিন শহীদ নয়। মুনজেরিনের স্বামী রিউমর স্ক্যানারকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ সংক্রান্ত মূল ভিডিওটি পাওয়া যায় সমকাল পত্রিকার ইউটিউব চ্যানেলে। গত ১৬ জুলাই প্রকাশিত এই ভিডিওতে উক্ত নারীর কোনো পরিচয় উল্লেখ করা হয়নি। পরবর্তীতে মুনজেরিনের স্বামী আয়মান সাদিকের সাথে যোগাযোগ করলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, এই নারী মুনজেরিন নয়। 

সুতরাং, কোটা আন্দোলনে স্লোগান দেওয়া এক নারীকে মুনজেরিন শহীদ দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

বিঃদ্রঃ দেশের চলমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় প্রথাগত পদ্ধতির পরিবর্তে দ্রুততম সময়ে সংক্ষিপ্ত আকারে ফ্যাক্টচেক প্রকাশের উদ্যোগ হিসেবে এই ফ্যাক্টচেকটি প্রকাশিত হলো।

তথ্যসূত্র

  • Samakal: Video
  • Statement from Ayman Sadik

আরও পড়ুন

spot_img