সম্প্রতি, “জাপানের একটি ছোট্ট গ্রামে ২০ মিনিট বিদ্যুৎ ছিল না। তাই সংশ্লিষ্ট মন্ত্ৰী গ্রামবাসীর কাছে ঠিক ২০ মিনিট মাথা নীচু করে ক্ষমা চেয়ে নিচ্ছেন! ঘটনাটি ২০১৭ সালের।” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে সাংবাদিকদের সামনে মাথা নত করে থাকা এক ব্যক্তির একটি ছবি প্রচারের মাধ্যমে দাবি করা হচ্ছে, এটি জাপানের জ্বালানি মন্ত্রীর ছবি, যিনি ২০ মিনিট বিদ্যুৎ বিভ্রাটের জন্য জনসাধারণের কাছে মাথা নিচু করে ২০ মিনিট ধরে ক্ষমা চেয়েছেন৷
উল্লিখিত দাবিতে সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ এখানে, এখানে, এখানে,এখানে এবং এখানে।
অনুসন্ধানে উক্ত দাবিটি ২০১৭ সাল থেকে নিয়মিত ফেসবুকে প্রচার হতে দেখা যায়। ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২১ এবং ২০২২ সালের পোস্ট দেখুন যথাক্রমে এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় যায়, উল্লেখিত দাবিতে প্রচারিত ছবিটি জাপানের জ্বালানি বিষয়ক মন্ত্রীর নয় বরং ছবিটি জাপানের অটোমোবাইল প্রতিষ্ঠান হোন্ডা মোটর এর নতুন প্রেসিডেন্ট ও সিইও তাকাহিরো হাচিগো এর দায়িত্ব গ্রহণের পর আয়োজিত প্রথম সংবাদ সম্মেলনের এবং সেখানে ক্ষমা চাওয়ার কোনো ঘটনা ঘটেনি। এছাড়াও ২০ মিনিট লোডশেডিং এর জন্য জাপানের জ্বালানি বিষয়ক মন্ত্রীর মাথা নিচু করে ২০ মিনিট ধরে ক্ষমা চাওয়ার কোনো ঘটনাও ঘটেনি।
রিভার্স ইমেজ সার্চ করার মাধ্যমে ফটো স্টক ওয়েবসাইট অ্যালামিতে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।
ছবির বর্ণনায় উল্লেখ করা হয়, “২০১৫ সালের ৬ জুলাই সোমবার জাপানের শীর্ষস্থানীয় অটোমোবাইল প্রতিষ্ঠান হোন্ডা মোটর কোম্পানির নতুন প্রেসিডেন্ট ও সিইওহিসেবে দায়িত্ব গ্রহণের পর টোকিও হেড অফিসে আয়োজিত প্রথম সংবাদ সম্মেলনে তাকাহিরো হাচিগো।”
জাপানি ফটো এজেন্সি নিপ্পন নিউজেও ২০১৫ সালের ৬ জুলাই ‘Honda’s new president holds first press conference in Tokyo’ শিরোনামে একই ছবিটি অনুরূপ বর্ণনায় খুঁজে পাওয়া যায়।
জাপানের জ্বালানি মন্ত্রীর লোডশেডিং এর জন্য ২০ মিনিট ধরে ক্ষমা চাওয়ার দাবির একটি ভাইরাল টুইট এর প্রেক্ষিতে ২০১৮ সালে বিবিসির একটি প্রতিবেদনেও ছবিটি জাপানের কোনো মন্ত্রীর নয় বরং ২০১৫ সালে তৎকালীন হোন্ডার নতুন সিইও এর প্রথম প্রেস কনফারেন্সের ছবি হিসেবে উল্লেখ করা হয়।
অর্থাৎ, ছবির ব্যক্তিটি জাপানের কোনো মন্ত্রী নয়। মূলত এটি হোন্ডা মোটর কোম্পানির ২০১৫ সালে নিযুক্ত চেয়ারম্যান ও সিইও তাকাহিরো হাচিগোর ছবি। এছাড়াও উক্ত ছবিতে তিনি ক্ষমা চাচ্ছেন না বরং সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মতবিনিময় করার একটা সময় মাথা নিচু করে সম্মান বা কৃতজ্ঞতা প্রদর্শন করছেন।
প্রকৃতপক্ষে জাপানিদের মধ্যে মাথা নিচু করে সম্মান প্রদর্শন বা অভিবাদন জানানোর চর্চা রয়েছে। জাপানে মাথা নত করার এ বিষয়টি ওজিগি নামে পরিচিত। এটি একটি গুরুত্বপূর্ণ শিষ্টাচার যা জাপানে অল্প বয়স থেকেই শেখানো হয়। জাপানিজরা মাথা নত করাকে কৃতজ্ঞতা, সম্মান, কখনও অনুশোচনা বা কৃতজ্ঞতা সহ আবেগ বোঝাতে ব্যবহার করে থাকে। কাউকে শুভেচ্ছা জানানো, বিদায় বলা, সভা, ক্লাস বা অনুষ্ঠানের শুরুতে বা শেষে, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করা (ধন্যবাদ বলা), ক্ষমাপ্রার্থনা, কাউকে অভিনন্দন জানানো, কিংবা একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান শুরু করা সহ নানা সামাজিক মিথস্ক্রিয়াতে মাথা নত করা জাপানিজদের জন্য সাধারণ বিষয়।
এছাড়াও জাপানের কোনো গ্রামে ২০ মিনিট লোডশেডিং এর জন্য জাপানের জ্বালানি মন্ত্রী ২০ মিনিট ধরে ক্ষমা চেয়েছেন এমন কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
মূলত, জাপানের অন্যতম শীর্ষ অটোমোবাইল প্রতিষ্ঠান হোন্ডার সেসময়ের নতুন চেয়ারম্যান ও সিইও তাকাহিরো হাচিগোর ২০১৫ সালের ৬ জুলাই এর প্রথম প্রেস কনফারেন্সে মাথা নত করে সম্মান কিংবা কৃতজ্ঞতা প্রকাশের একটি ছবিকে জাপানের একটি গ্রামে ২০ মিনিট লোডশেডিং হওয়ায় দেশটির জ্বালানি বিষয়ক মন্ত্রীর মাথা নিচু করে ২০ মিনিট ধরে ক্ষমা চাওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হয়ে আসছে।
উল্লেখ্য, তাকাহিরো হাচিগো ১৯৮২ সালে অটোমোবাইল প্রতিষ্ঠান হোন্ডায় যোগ দেন। পরবর্তীতে ২০১৫ সালে তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং সিইও নির্বাচিত হোন। ২০২১ সালের মার্চ পর্যন্ত তিনি হোন্ডার সিইও পদে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মূলত তাকাহিরো হাচিগোকে দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্ত নেয়া হয় এবং এপ্রিলের ১ তারিখ তাকে সরিয়ে দায়িত্ব দেয়া হয় আর অ্যান্ড ডি চিফ তোশিহিরো মিব কে।
সুতরাং, জাপানের একটি গ্রামে ২০ মিনিট লোডশেডিং এর জন্য জাপানের জ্বালানি বিষয়ক মন্ত্রীর মাথা নিচু করে ২০ মিনিট ধরে ক্ষমা চাওয়ার দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Original image and description –Alamy & Nippon news
- Bowing In Japan
- Honda CEO Takahiro to step down