এটি তেজগাঁও বিমান ঘাটিতে ভারতীয় সেনাবাহিনীর বিমান অবস্থানের ছবি নয়

একটি বিমানের ছবি প্রচার করে দাবি করা হচ্ছে তেজগাঁও বিমান ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর একটি বিশেষ বিমান অবস্থান করছে। 

তেজগাঁও বিমান


ফেসবুক পোস্ট এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্ট

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবির বিমানটি ভারতীয় সেনাবাহিনীর নয় বরং ভারতীয় বিমানবাহিনীর এবং এটি ভারতের রাঁচির বিরসা মুন্ডা আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছিল। 

রিভার্স ইমেজ সার্চে দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া’র ২০২১ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে উক্ত ছবিটি খুঁজে পাওয়া যায়। সে সময় করোনাকালীন অক্সিজেন সিলিন্ডার নিয়ে রাঁচির বিমানবন্দরে ভারতীয় বিমানবাহিনীর উক্ত বিমানটি অবতরণ করে।

Comparison: Rumor Scanner

সুতরাং, ভারতীয় বিমানবাহিনীর বিমানের ২০২১ সালের একটি ছবি ভারতীয় সেনাবাহিনীর বিমান বাংলাদেশের তেজগাঁও বিমান ঘাঁটিতে অবস্থান করার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img