সম্প্রতি “চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লা ও বি-বাড়িয়া জেলা নিয়ে কুমিল্লাকে নতুন বিভাগ ঘোষণা” শীর্ষক একটি তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে ভাইরাল কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, কুমিল্লাকে এখনও বিভাগ হিসেবে স্বীকৃতি দেয়া হয়নি এবং নিকার সর্বশেষ সভায় কুমিল্লাকে বিভাগ ঘোষণা নিয়ে কোনো আলোচনা হয়নি।
মূলত, ২৬ জুলাই (সোমবার ) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভা অনুষ্ঠিত হওয়াকে কেন্দ্র করে গতকাল “আগামীকাল কুমিল্লাকে বিভাগ ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী” শীর্ষক একটি তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে, ২৬ জুলাই অর্থাৎ আজ সকালে অনুষ্ঠিত প্রশাসনিক পূর্নবিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর সভায় সর্বমোট ৮ টি এজেন্ডা উপস্থাপন করা হয়েছে কিন্তু এগুলোর মধ্যে কুমিল্লাকে বিভাগে উন্নীত করা নিয়ে কোন এজেন্ডা ছিলো না বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
অর্থাৎ, রিউমর স্ক্যানারের এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত কুমিল্লাকে বিভাগ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় নি।
উল্লেখ্য, পূর্বেও বিভিন্ন সময়ে কুমিল্লাকে বিভাগে উন্নীত করার দাবী উঠেছিলো এবং ২০১৭ সালে একনেকের এক সভায় মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম ময়নামতি হবে বলে উল্লেখ করার পর তা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এছাড়াও, দেশীয় মূলধারার সংবাদমাধ্যমে কুমিল্লাকে বিভাগে উন্নীত করা হয়েছে মর্মে কোন সংবাদের অস্তিত্ব পাওয়া যায়নি।
আজ সোমবার (২৬ জুলাই) প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় নতুন ৩ টি উপজেলা অনুমোদন হয়েছে।
সুতরাং, ৬ টি জেলা নিয়ে আজ কুমিল্লাকে বিভাগে উন্নীত করার দাবীটি সম্পূর্ণ গুজব।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: কুমিল্লাকে নতুন বিভাগ হিসেবে ঘোষণা দেয়া হয়েছে
- Claimed By: Facebook Post
- Fact Check: False
[/su_box]