সম্প্রতি “আজ ৫ সেপ্টেম্বর, বিশ্ব শিক্ষক দিবস” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ৫ সেপ্টেম্বর বিশ্ব শিক্ষক দিবস নয় বরং ৫ সেপ্টেম্বরে ভারতে শিক্ষক দিবস পালন করা হয়। ৫ অক্টোবর মূলত বিশ্ব শিক্ষক।
মূলত, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর ৫ সেপ্টেম্বরে ভারতে শিক্ষক দিবস পালিত হয়। ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণ একাধারে সুদক্ষ দার্শনিক, দক্ষ রাজনীতিবিদ এবং নিষ্ঠাবান শিক্ষক হিসেবে সকলের কাছে সমাদৃত।
তবে, জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেসকো) ১৯৯৪ সালের ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করে। শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর বিশ্বব্যাপী এই দিবসটি পালন হয়ে থাকে।
উল্লেখ্য, বাংলাদেশের শিক্ষক সমাজকে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠিত করার অঙ্গীকার নিয়ে ২০০৩ সালের ১৯ জানুয়ারি দেশে শিক্ষক দিবস চালু করা হয় এবং প্রতিবছর ১৯ জানুয়ারিতে বাংলাদেশে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়।



অন্যান্য অনেক দেশে ভিন্ন ভিন্ন তারিখে জাতীয় শিক্ষক দিবস পালিত হলেও বিশ্ব শিক্ষক দিবস ৫ অক্টোবর ই বিশ্বব্যাপী স্বীকৃত।
অর্থাৎ, ৫ সেপ্টেম্বর বিশ্ব শিক্ষক দিবস নয় এবং ভারতের জাতীয় শিক্ষক দিবসকে ভুলবশত বিশ্ব শিক্ষক দিবস হিসেবে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: আজ ৫ সেপ্টেম্বর বিশ্ব শিক্ষক দিবস
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]
আরো পড়ুনঃ বরিশালের ইউএনও’র দুর্নীতি ফাঁস দাবিতে প্রচারিত ভিডিওটি এডিটেড