গত পহেলা ডিসেম্বর (২০২৪) থেকে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে সিলেট আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিলের দৃশ্য দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি সিলেট আওয়ামী লীগের সাম্প্রতিক কোনো মিছিলের নয় এবং এটি সিলেটেরও কোনো স্থানের দৃশ্য নয় বরং, এটি ২০২০ সালে গাজীপুর-২ আসনের সাবেক এমপি শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৭০ তম জন্মদিন উপলক্ষে গাজীপুরে আয়োজিত একটি মিছিলে ধারণকৃত ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটিতে গাজীপুর-২ আসনের সাবেক এমপি ও শ্রমিক নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টারের ছবি ও তাঁর ‘৭০ তম জন্মদিন’ শীর্ষক লেখা দেখা যায়।

উক্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে ‘গাজীপুর নিউজ’ নামের একটি ফেসবুক গ্রুপে ২০২০ সালের ০৯ নভেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি গাজীপুর-২ আসনের সাবেক এমপি ও শ্রমিক নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৭০ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত গণমিছিলের ভিডিও।
এছাড়াও, সেবছরের একই দিনে Billal Hossain Mollah নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ওইদিনের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটি থেকেও জানা যায়, এটি শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৭০ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত গণমিছিলের ভিডিও।
তাছাড়া, মূলধারার গণমাধ্যম দৈনিক জনকণ্ঠ’র অনলাইন সংস্করণে ২০২০ সালের ০৯ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়া যায়, সেবছরের ০৯ নভেম্বর আহসান উল্লাহ মাস্টারের ৭০ তম জন্মদিন ছিল।
অর্থাৎ, ২০২০ সালে গাজীপুরের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৭০ তম জন্মদিন উপলক্ষে মিছিলের আয়োজন করা হয়।
উপরিউক্ত বিষয়গুলোর প্রেক্ষিতে প্রতীয়মান হয় যে, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
সুতরাং, ২০২০ সালে গাজীপুরের একটি মিছিলের ভিডিওকে সিলেট আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিলের ভিডিও দাবিতে টিকটকে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- গাজীপুর নিউজ: Post
- Billal Hossain Mollah: Post
- Daily Janakantha: আহসান উল্লাহ মাস্টারের জন্মদিন আজ, স্বাস্থ্যবিধি মেনে পালনের আহ্বান মন্ত্রী রাসেলের
- Rumor Scanner’s Own Analysis