সিইসি কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পদত্যাগ চাওয়ার ভুয়া তথ্য

গত ২৮ নভেম্বর শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে ‘এবার নিষেধাজ্ঞার চিঠি নিয়ে আসলো পিটার হাঁস, প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইলো সিইসি’ শীর্ষক দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

 শেখ হাসিনা

টিকটকে প্রচারিত উক্ত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবদি ভিডিওটিতে প্রায় ১২ হাজার ৪ শত পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। এছাড়া ১ হাজার ২ শত বার শেয়ার করা হয়েছে। ভিডিওটি’র মন্তব্যঘর ঘুরে অধিকাংশ নেটিজেনকে উক্ত দাবির প্রেক্ষিতে তাদের প্রতিক্রিয়া জানাতে দেখা যায়।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞার চিঠি নিয়ে আসেননি এবং প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চাননি বরং অধিক ভিউ পাবার আশায় ভিন্ন ভিন্ন কয়েকটি ঘটনার ভিডিও ও ছবি যুক্ত করে তাতে চটকদার বাক্য বসিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সেখানে ভিন্ন ভিন্ন ঘটনার কয়েকটি ভিডিও ক্লিপ ও পুরোনো কিছু ছবি যুক্ত করা হয়েছে।

ভিডিওটি পর্যবেক্ষণে সেখানে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এবং সরকরের বিপক্ষে নিয়মিত বিভিন্ন ইস্যুতে আলোচনা করা অনলাইন এক্টিভিস্ট ফয়জুল হকের পৃথক দুটি ভিডিও দেখা যায়।

এবিষয়ে প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোর এর ইউটিউব চ্যানেলে গত ২৮ নভেম্বর ‘নির্বাচন ঘিরে দেশ সংকটে আছে: প্রধান নির্বাচন কমিশনার’ শীর্ষক শিরোনামে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের বক্তব্য নিয়ে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot: YouTube 

এই ভিডিওটি’র সাথে আলোচিত ভিডিওটি’র প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের বক্তব্য অংশের মিল পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner 

তবে উক্ত বক্তব্যে কোথায় তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চাইতে দেখা যায়নি। বরং সেখানে তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন।

পরবর্তীতে, ম্যানুয়ালি অনুসন্ধানের মাধ্যমে Dr. Fayzul Huq-ডঃ ফয়জুল হক নামের একটি ফেসবুক পেজে গত ২৮ নভেম্বর ‘অ*বৈধ পথে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না!অর্থনীতি ও গার্মেন্টস শিল্পে ধ*স আসতে পারে এমন ইঙ্গিত করলেন প্রধান নির্বাচন কমিশনার!ডঃ ফয়জুল হক’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook

এই ভিডিওটি’র সাথে আলোচিত ভিডিওটি’র অনলাইন এক্টিভিস্ট ফায়েজুল হকের বক্তব্য অংশের মিল পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

এছাড়াও, মুলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে এখন পর্যন্ত বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞার চিঠি নিয়ে আসার বিষয়টির সত্যতা পাওয়া যায়নি। তবে গণমাধ্যম সূত্রে গত ২৭ নভেম্বর কলোম্বো সফর শেষে তার ঢাকায় ফেরার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে তিনি গত ১৬ নভেম্বর ছুটি কাটাতে শ্রীলঙ্কায় গিয়েছিলেন। তাছাড়া, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চাওয়ার বিষয়টিরও সত্যতা পাওয়া যায়নি।

অর্থাৎ, উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, আলোচিত দাবিগুলো সঠিক নয়।

মূলত, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ। এই নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন গ্রহণের দাবিতে দীর্ঘদিন ধরে বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে। এসব ঘটনায় প্রতিদিনই বিভিন্ন ধরনের তথ্য ইন্টারনেটে প্রচারিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৮ নভেম্বর শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একটি বেনামি অ্যাকাউন্ট থেকে ‘এবার নিষেধাজ্ঞার চিঠি নিয়ে আসলো পিটার হাঁস, প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইলো সিইসি’ শীর্ষক দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়। তবে অনুসন্ধানে দেখা যায়, অধিক ভিউ পাবার আশায় ভিন্ন ভিন্ন কয়েকটি ঘটনার ভিডিও ও ছবি যুক্ত করে তাতে চটকদার বাক্য বসিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করে কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই আলোচিত দাবিগুলো প্রচার করা হয়েছে। এছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে দাবিগুলোর সত্যতা খুঁজে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি রোববার ভোটগ্রহণের দিন রেখে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। গত ১৫ নভেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষনে এই ঘোষণা দেন তিনি।

উল্লেখ্য, পূর্বেও চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে বিভিন্ন ভুয়া তথ্য প্রচারের প্রেক্ষিতে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কয়েকটি প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে

সুতরাং, শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে ‘এবার নিষেধাজ্ঞার চিঠি নিয়ে আসলো পিটার হাঁস, প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইলো সিইসি’ শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img