গত ২ আগস্ট চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদ এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত গণমিছিল কর্মসূচির সমর্থনে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা সৃষ্টি করলে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।
এরই প্রেক্ষিতে, রক্তাক্ত ও ক্ষত অবস্থায় রাস্তায় পড়ে থাকা একটি বিড়ালের ছবি প্রচার করে এটিকে খুলনার দৃশ্য বলে দাবি করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাস্তায় মৃত পড়ে থাকা বিড়ালের ছবিটি খুলনার বা বাংলাদেশের নয় বরং, সিঙ্গাপুরের এই ছবি অন্তত ২০১৮ সাল থেকেই ইন্টারনেটে রয়েছে।
অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে ২০১৮ সালের ০৩ অক্টোবর ‘asiaone’ এর ওয়েবসাইটে ‘Dead cats found in Seletar Hills; AVA and SPCA investigating alleged cases of animal cruelty’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে ফিচার ইমেজ হিসেবে ছবিটি খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনে চীনা ভাষার দৈনিক শিন মিন ডেইলি নিউজের বরাতে বলা হয়, সিঙ্গাপুরের সেলেটার হিলসের বেসরকারি আবাসিক এলাকায় কথিতভাবে পাঁচটি মৃত বিড়াল পাওয়া যায়, যাদের শরীরে গোলাকার আকারের একটি ক্ষত ছিল।
উল্লেখ করা হয়, সিঙ্গাপুরের কৃষি-খাদ্য ও পশুস্বাস্থ্য কর্তৃপক্ষ (এভিএ) এবং প্রাণী নির্যাতন প্রতিরোধ সমিতি (এসপিসিএ) বিড়াল নির্যাতনের অভিযোগের শুরু করেছে।
এছাড়াও, ‘The Straits Times’ এর ওয়েবসাইটে একই শিরোনামে প্রকাশিত প্রতিবেদনেও একই তথ্য পাওয়া যায়।
মূলত, গত ০২ আগস্ট গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদ এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া গণমিছিল কর্মসূচির সমর্থনে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা সৃষ্টি করলে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে পুলিশের একজন কনস্টেবল নিহত হয় এবং পথচারী, শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হয়। এরই প্রেক্ষিতে, রক্তাক্ত ও ক্ষত অবস্থায় রাস্তায় মৃত পড়ে থাকা একটি বিড়ালের ছবি প্রকাশ করে দাবি করা হচ্ছে, এটি খুলনার দৃশ্য। তবে, রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, আলোচিত দাবিতে প্রচারিত বিড়ালের ছবিটি খুলনা বা বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের নয়। প্রকৃতপক্ষে, ছবিটি প্রতিবেদন অনুযায়ী সিঙ্গাপুরের সেলেটার হিলসের বেসরকারি আবাসিক এলাকায় নির্যাতনে বিড়াল মারা যাওয়ার ২০১৮ সালের পুরোনো ছবি।
সুতরাং, সিঙ্গাপুরের ভিন্ন ঘটনায় মৃত বিড়ালের ছবিকে বাংলাদেশের কোটা আন্দোলনের দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- asiaone: Dead cats found in Seletar Hills; AVA and SPCA investigating alleged cases of animal cruelty
- The Straits Times: Dead cats found in Seletar Hills; AVA and SPCA investigating alleged cases of animal cruelty
- Rumor Scanner’s Own Analysis