মঙ্গলবার, অক্টোবর 8, 2024
spot_img

কুমিল্লায় সম্প্রতি অগ্নিকাণ্ডে তিন শতাধিক নিহতের গুজব 

গত ২৩ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় ‘প্রাণ আর আর এফ এল’ কোম্পানির একটি ডিপোতে আগুনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিন শতাধিক নিহত হয়েছেন- শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

অগ্নিকাণ্ডে তিন শতাধিক

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রাণ আরএফএল কোম্পানিতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন শতাধিক নিহত হওয়ার দাবিটি মিথ্যা বরং উক্ত অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ নিহত হননি। 

অনুসন্ধানে জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টারের ওয়েবসাইটে গত ২৩ আগস্ট “কুমিল্লায় প্রাণ কোম্পানির গোডাউনের আগুন দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ব্যাপক ক্ষতির আশঙ্কা” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২৩ আগস্ট দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় ‘প্রাণ আর আর এফ এল’ কোম্পানির একটি ডিপোতে আগুনের ঘটনা ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। 

একই দিনে সমকালে প্রকাশিত আরেকটি প্রতিবেদন থেকে জানা যায়, উক্ত অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।   

এছাড়া, নিহতের কোনো তথ্য বা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। 

এ বিষয়ে জানতে কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ তৌফিকুল ইসলাম ভূঁইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে বলেন, নিহতের কোনো তথ্য আমরা এখনো পাইনি। এটি মিথ্যা। এছাড়া, কেউ আহত হওয়ার তথ্যও আমরা পাইনি। 

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি বলেন, গত ২৩ আগস্টের অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ নিহত হননি। 

উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার সদর উপজেলার আমতলী এলাকার রমনা ইন্টারন্যাশনাল মটরস নামের একটি গাড়ির শোরুমে অগ্নিকাণ্ড ঘটে। তবে, এখানেও নিহতের কোনো তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, ২৩ আগস্ট কুমিল্লায় প্রাণ আরএফএল কোম্পানিতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন শতাধিক নিহত হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img