রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ষড়যন্ত্রে শেখ হাসিনা দেশে ফিরেছেন দাবিতে গুজব  

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ০৫ আগস্ট পদত্যাগের পর দেশত্যাগ করেন। সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এর ষড়যন্ত্রে শেখ হাসিনা আবারও দেশে ফিরেছেন শীর্ষক দাবিতে একটি ভিডিও ইউটিউবে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ভিডিওটি এক লক্ষাধিক বার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ষড়যন্ত্রে শেখ হাসিনা দেশে ফিরেছেন শীর্ষক দাবিটি সঠিক নয় বরং অধিক ভিউ পাওয়ার আশায় শেখ হাসিনার বিভিন্ন সময়ের পুরোনো ভিডিও ও চটকদার থাম্বনেইল ব্যবহার করে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে।

প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওর শুরুতে শেখ হাসিনা সাংবাদিকদের সাথে কথা বলছেন। এরপরই তাকে অন্য একটি ভিডিওতেও সাংবাদিকদের সাথে কথা বলতে দেখা যায়। পরবর্তীতে ভিডিওজুড়ে শেখ হাসিনা ও বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এর বিভিন্ন ছবি ও ভিডিও যুক্ত করে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি এর আর্কাইভ ইউটিউব চ্যানেলে ২০১৫ সালের ২১ জুলাই প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। প্রচারিত ভিডিওটির বেশ কয়েকটি দৃশ্যের সাথে উক্ত ভিডিওটির বেশকিছু অংশ মিলে যায়। উক্ত ভিডিওর বরাতে জানা যায়, প্রচারিত ভিডিওটি মূলত ২০০৭ সালের ২২ এপ্রিল শেখ হাসিনাকে লন্ডন থেকে বাংলাদেশে যাওয়ার ফ্লাইটে উঠতে বাধা দেওয়ার সময়কার ভিডিও।

পরবর্তীতে, কি-ওয়ার্ড অনুসন্ধান করে ২০২১ সালের ০৭ মে মূলধারার গণমাধ্যম চ্যানেল আই অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ‘৭ই মে: শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন’ শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে প্রচারিত ভিডিওতে শেখ হাসিনার সাংবাদিকদের সাথে কথা বলার দৃশ্য হুবহু মিলে যায়। উক্ত ভিডিওর বরাতে জানা যায়, এটি ২০০৭ সালের ০৭ মে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত সফর শেষে ৫২ দিন পর দেশে ফেরার দৃশ্য।

প্রচারিত ভিডিওর বাকি অংশে কোনো সূত্র ছাড়া এবং সম্পূর্ণ ভিত্তিহীনভাবে প্রচারিত দাবিটি সম্পর্কে বলা হয়েছে

Screenshot collage: Rumor Scanner

দেশের প্রথম সারির গণমাধ্যমে সাম্প্রতিক সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।  

সুতরাং, শেখ হাসিনার দেশে ফেরার পুরোনো কয়েকটি ভিডিও ও ছবি যুক্ত করে ভিত্তিহীনভাবে সম্প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এর ষড়যন্ত্রে শেখ হাসিনার দেশে ফেরার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img