নিউইয়র্কে ড. ইউনূসের গাড়িতে হাসান মাহমুদের হামলার গুজব

সম্প্রতি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ  জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের গাড়িতে হামলা করেছেন এবং নিউইয়র্কে হাসান মাহমুদকে বিএনপির নেতাকর্মীরা পিটিয়েছে শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ভিডিওটি ০৮ লক্ষ ৭৭ হাজার বারেরও বেশি দেখা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ভিডিওটি ০১ লক্ষ ৭০ হাজার বারেরও বেশি দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নিউইয়র্কে ড. ইউনূসের গাড়িতে হাসান মাহমুদের হামলা ও পরবর্তীতে বিএনপি কর্তৃক হাসান মাহমুদ হামলার শিকার শীর্ষক দাবিগুলো সঠিক নয় বরং অধিক ভিউ পাওয়ার আশায় হাসান মাহমুদ ও ড. ইউনূসের বিভিন্ন সময়ের পুরোনো ভিডিও ও চটকদার থাম্বনেইল ব্যবহার করে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে।

প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওর শুরুতে একজন সংবাদ পাঠিকাকে ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সদর দপ্তরে পৌঁছানোর বিষয়ে সংবাদ পাঠ করতে দেখা যায়। পরবর্তীতে, ড. ইউনূসকে একটি গাড়ি থেকে বের হতে দেখা যায়। এরপর সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে ঘিরে বেশ কয়েকজন মানুষের মধ্যে একটি অস্থিতিশীল পরিস্থিতি দেখা যায়। ভিডিওর বাকি অংশে ড. মুহাম্মদ ইউনূস ও হাসান মাহমুদ এর কয়েকটি ছবি ও ভিন্ন কিছু ভিডিও যুক্ত করে প্রচার করা হয়েছে।

বিষয়টি নিয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম চ্যানেল আই নিউজ এর ইউটিউব চ্যানেলে গত ২৪ সেপ্টেম্বর ‘জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন ডক্টর মুহাম্মদ ইউনূস’ শিরোনামে প্রকাশিত একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। প্রচারিত ভিডিওটির বেশ কয়েকটি দৃশ্যের সাথে উক্ত ভিডিওটির বেশকিছু অংশ মিলে যায়। 

পরবর্তীতে, কি-ওয়ার্ড অনুসন্ধান করে গত ০৭ আগস্ট বার্তা সংস্থা এএফপির ইউটিউব চ্যানেলে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে প্রচারিত ভিডিওতে ড. মুহাম্মদ ইউনূসের গাড়ি থেকে বের হওয়ার দৃশ্য মিলে যায়। উক্ত ভিডিওর বরাতে জানা যায়, এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে দেশে আসার পথে প্যারিস বিমানবন্দরের দৃশ্য।

Screenshot collage: Rumor Scanner

পরবর্তী অনুসন্ধানে  গত ৩০ মে নিউইয়র্ক ভিত্তিক বাংলা গণমাধ্যম টাইম টেলিভিশন এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ‘নিউইয়র্কে পররাষ্ট্রমন্ত্রীর সামনে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ’ শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে প্রচারিত ভিডির বেশকিছু দৃশ্য মিলে যায়। উক্ত ভিডিওর বরাতে জানা যায়, এটি চলতি বছরের মে মাসে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ যুক্তরাষ্ট্র গেলে তাকে বরণ করার সময় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির দৃশ্য। 

প্রচারিত ভিডিওর বাকি অংশে কোনো সূত্র ছাড়া এবং সম্পূর্ণ ভিত্তিহীনভাবে প্রচারিত দাবিটি সম্পর্কে বলা হয়েছে।

দেশের প্রথম সারির গণমাধ্যমে সাম্প্রতিক সময়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ কর্তৃক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের গাড়িতে হামলা ও নিউইয়র্কে হাসান মাহমুদকে বিএনপির নেতাকর্মীরা পেটানোর বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।  

উল্লেখ্য, গণমাধ্যমের সংবাদে দাবি করা হচ্ছে, হাসান মাহমুদ বর্তমানে বেলজিয়ামের লিমবুর্গ প্রদেশের হ্যাসেল্ট সিটিতে তার নিজের বাড়িতে অবস্থান করছেন। 

সুতরাং, ড. ইউনূস ও হাসান মাহমুদের পুরোনো ভিডিও ও ছবি যুক্ত করে ভিত্তিহীনভাবে সম্প্রতি হাসান মাহমুদ কর্তৃক ড. ইউনূসের গাড়িতে হামলা ও নিউইয়র্কে বিএনপির নেতাকর্মী কর্তৃক হাসান মাহমুদকে পেটানোর দৃশ্য দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img