বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এ নিজেদের প্রথম ম্যাচে গতকাল (৮ জুন) শ্রীলঙ্কাকে ২ উইকেটে পরাজিত করেছে। ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা বাংলাদেশকে ১২৫ রানের টার্গেট দেয়। ইনিংস বিরতিতে টেলিভিশন সাক্ষাৎকারে তাসকিন বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উক্ত সাক্ষাৎকারে তাসকিন দলে তামিম ইকবাল থাকলে দল আরো শক্তিশালী হতো ও তামিম বিশ্বের সেরা ব্যাটসম্যান শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত ভিডিওটি ১৫ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে এবং ১৬ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তাসকিন আহমেদ বিশ্বকাপের দলে তামিম ইকবালের না থাকা নিয়ে কোনো মন্তব্য করেননি বরং তার পারফরম্যান্স ও টিমের বোলিং সম্পর্কে ইনিংস বিরতিতে তার দেয়া সাক্ষাৎকার ভিন্ন দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে ব্যবহৃত তাসকিন আহমেদের ফুটেজের কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ফেসবুকে একই লাইভ সাক্ষাৎকারের কিছু ফুটেজ (১, ২, ৩) পাওয়া যায়।
উক্ত ভিডিওগুলোতে তাসকিন আহমেদ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ইনিংস বিরতিতে নিজের ইনজুরি থেকে ফেরা ও দলের পারফরম্যান্সের বিষয়ে মতামত ব্যক্ত করেন।
এছাড়াও, ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ ও ক্রিকইনফোতে ঐ ম্যাচের লাইভ কমেন্ট্রিতে তাসকিনের সাক্ষাৎকারের অংশটুকু খুঁজে পাওয়া যায়। লাইভ কমেন্ট্রি বিশ্লেষণ করলে দেখা যায়, ঐ সাক্ষাৎকারে তাসকিন মূলত শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের বোলিং নিয়ে কথা বলেন এবং পরবর্তী ইনিংসে রান তাড়া করে ম্যাচ জিতে উদযাপনের আশা ব্যক্ত করেন।

এছাড়া, দেশের প্রথম সারির গণমাধ্যমগুলোতে তামিম ইকবাল সম্পর্কে তাসকিন আহমেদের এমন মন্তব্যের কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
মূলত, বাংলাদেশ দল চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে পরাজিত করে। ঐ ম্যাচের ইনিংস বিরতিতে একটি সাক্ষাৎকারে তাসকিন দলে তামিম ইকবাল থাকলে দল আরো শক্তিশালী হতো ও তামিম বিশ্বাস সেরা ব্যাটসম্যান এমন মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, তাসকিন ঐ সাক্ষাৎকারে তামিম ইকবাল সম্পর্কে কিছুই বলেননি। প্রকৃতপক্ষে, তিনি নিজের ইনজুরি থেকে ফেরা ও ঐ ম্যাচে দলের পারফরম্যান্স সম্পর্কে কথা বলেছেন।
সুতরাং, তাসকিন আহমেদ বিশ্বকাপ দলে তামিম ইকবাল থাকলে দল আরো শক্তিশালী হতো এই মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Cricbuzz – Sri Lanka vs Bangladesh, 15th Match, Group D, ICC Men’s T20 World Cup
- Cricinfo: 15th Match, Group D (N), Dallas, June 07, 2024, ICC Men’s T20 World Cup
- Rumor Scanner’s own analysis