পিটার হাসের ওপর হামলা এবং ওবায়দুল কাদেরকে জো বাইডেনের হুমকির ভুয়া তথ্য প্রচার

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিকরা নির্বাচন কমিশনসহ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সাথে দফায় দফায় আলোচনা বসছেন। বিদেশি এই কূটনীতিকদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি. হাসের তৎপরতা সবচেয়ে বেশি লক্ষণীয়। সঙ্গত কারণে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে বার বার গণমাধ্যমের শিরোনাম হচ্ছেন এই মার্কিন কূটনীতিক। আর এসব কারণে তাকে নিয়ে ইন্টারনেটে আলোচনা সমালোচনার অন্ত নেই। 

এরই ধারাবাহিকতায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে Barisal Waz Tv নামের একটি পেজ থেকে ‘মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উপর হামলা, কাদেরকে হুমকি দিলো জো বাইডেন’ শীর্ষক থাম্বনেইলে প্রচারিত একটি ভিডিও ভাইরাল হয়েছে।

পিটার হাস

ফেসবুকে ভাইরাল ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

Barisal Waz Tv নামের ফেসবুক পেজ থেকে প্রচারিত ৭ মিনিট ৫২ সেকেন্ডের এই ভিডিওটি প্রতিবেদন প্রকাশ অবধি প্রায় ১ লক্ষ ৪২ হাজার বার দেখা হয়েছে, শেয়ার করা হয়েছে প্রায় ১ হাজার বার। এছাড়া, পোস্টটিতে প্রায় ৬ হাজার ২ শত পৃথক ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে। ভাইরাল পোস্টটির মন্তব্যঘর ঘুরে পোস্টটির দাবির প্রেক্ষিতে অধিকাংশ নেটিজেনকে মন্তব্য করতে দেখা যায়।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ওপর হামলা কিংবা উক্ত ঘটনায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক হুমকি দেওয়ার কোনো ঘটনা ঘটেনি বরং ভিন্ন ভিন্ন ঘটনার কয়েকটি ভিডিও এবং ছবি সংযুক্ত করে চটকদার থাম্বনেইল ব্যবহার করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। গত ১১ নভেম্বর Barisal Waz Tv নামের একটি ফেসবুক পেজ থেকে আলোচিত ভিডিওটি প্রচার করা হয়।

Screenshot: Facebook

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি ভিন্ন ভিন্ন কয়েকটি ঘটনার ছবি ও ভিডিও নিয়ে তৈরি একটি ভিডিও প্রতিবেদন। ভিডিওটির কোথাও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ওপর হামলার কোনো দৃশ্য দেখানো হয়নি। তাছাড়া ভিডিওটির বিস্তারিত সংবাদপাঠের অংশেও পিটার হাসের ওপর কেউ হামলা করেছে এমন তথ্য উল্লেখ করা হয়নি।

ভিডিওটি’র শুরুতে বলা হয়, “দর্শক বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত যিনি সবসময় ন্যায়ের পক্ষে কথা বলেন অবশেষে তাকেই হুমকি দিয়েছে আওয়ামী লীগ নেতারা। তাকে সরাসরি পিটিয়ে হত্যা করার হুমকি দিয়েছেন। যেজন্য আবার ক্ষেপে গিয়েছেন জো বাইডেন। জো বাইডেন আবার যে বার্তা দিয়েছেন সরকারকে উদ্দেশ্য করে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন…।’

অর্থাৎ, ভিডিওটির থাম্বনেইলে উল্লেখিত তথ্যের সাথে ভিডিওটি’র বিস্তারিত অংশের মিল পাওয়া যায়নি।

পরবর্তীতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে Nayeem Korea নামের একটি ফেসবুক পেজে ‘তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমেরিকার বক্তব্যে তোলপাড়’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook

পর্যবেক্ষণে দেখা যায়, এই ভিডিওটির কিছু অংশ আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে যুক্ত করা হয়েছে।

Screenshot: Facebook

তাছাড়া, পিটার হাসের ওপর হামলার দাবিতে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধান কর‍তে গিয়ে মূলধারার গণমাধ্যম মানবজমিনের ওয়েবসাইটে গত ০৮ নভেম্বর ‘পিটার হাসকে প্রকাশ্যে পেটানোর হুমকি আওয়ামী লীগ নেতার’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে প্রকাশ্যে পিটুনির হুমকি দিয়ে বলেন, ‘পিটার হাস্ বলেছে এখানে সুষ্ঠু নির্বাচন হবে। এই পিটার হাস্, আমরা খাই পাঁচ আঙ্গুলের ভাত। আর তুই খাস ফিডার। তুই হলি বিএনপি’র ভগবান। আর তোরে এমন পিটুনি দেবো…। বাঙালি কি ফাজিল তা তো জানোস না। তোরা বিএনপি-জামায়াতের ভগবান হতে পারবি। তবে আমাদের একটি… ছিঁড়তে পারবি না।’

অর্থাৎ, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী কর্তৃক পেটানোর হুমকি দেওয়ার ঘটনা ঘটলেও বাস্তবে পিটার হাসের ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি।

তাছাড়া, উক্ত ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে হুমকি দেওয়া কিংবা এবিষয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করার কোনো তথ্য মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো সূত্রে খুঁজে পাওয়া যায়নি। 

তবে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে আওয়ামী লীগ নেতার পেটানোর হুমকিকে ‘সহিংস’ উল্লেখ করে এ ধরনের বক্তব্য সম্পর্কের জন্য সহায়ক নয় বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

এছাড়াও, ওই আওয়ামী লীগ নেতার পিটার হাসকে নিয়ে এমন মন্তব্যের জেরে তার বিরুদ্ধে দলটির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার কথা জানানো  হয়েছে।

অর্থাৎ, ওবায়দুল কাদেরকে বাইডেনের পক্ষ থেকে হুমকি দেওয়ার দেওয়ারও কোনো ঘটনা ঘটেনি।

মূলত, গত ০৮ নভেম্বর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে প্রকাশ্যে পিটুনির হুমকি দিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেন। পরবর্তীতে উক্ত বিষয়টিকে কেন্দ্র করে ভিন্ন ভিন্ন ঘটনার কয়েকটি ভিডিও এবং ছবি যুক্ত করে তাতে ‘মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উপর হামলা, কাদেরকে হুমকি দিলো জো বাইডেন’ শীর্ষক থাম্বনেইল যুক্ত করে আলোচিত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। প্রকৃতপক্ষে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ওপর হামলা কিংবা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক হুমকি দেওয়ার কোনো ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, পূর্বেও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের গাড়িতে হামলার বিষয়ে ভুয়া তথ্য প্রচারের প্রেক্ষিতে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ওপর হামলা এবং ওবায়দুল কাদেরকে জো বাইডেনের হুমকি দাবিতে প্রচারিত বিষয়টি মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img