মঙ্গলবার, অক্টোবর 8, 2024
spot_img

প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছবি সরিয়ে নতুন করে কালেমা যুক্ত করার দাবিটি সত্য নয় 

সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছবি সরিয়ে কালেমা যুক্ত করা হয়েছে দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছবি

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছবি সরিয়ে কালেমা যুক্ত করা হয়নি বরং বিগত সরকারের সময়েও একই স্থানে কালেমার উল্লেখ ছিল। 

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধান করে মূলধারার গণমাধ্যম প্রথম আলো’র  ওয়েবসাইটে গত ২০ মে ‘কঠোরভাবে বাজার মনিটরিং শুরু করার নির্দেশ প্রধানমন্ত্রীর’ শিরোনামে প্রকাশিত একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। উক্ত সংবাদে সংযুক্ত ছবির সাথে প্রচারিত ছবির পেছনের দেয়ালের হুবহু মিল রয়েছে।

Screenshot collage: Rumor Scanner

উক্ত সংবাদের বরাতে জানা যায়, ছবিটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২০ মে রাজধানীর তেজগাঁওয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রীসভার বৈঠকে অংশ নেয়ার সময়ের। 

এছাড়াও, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য অধিদফতর (পিআইডি) এর অফিশিয়াল ওয়েবসাইটে গত ২০ মে প্রকাশিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বৈঠকের উক্ত ছবিটি খুঁজে পাওয়া যায়। অর্থাৎ, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পূর্বেও তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের (বর্তমানে প্রধান উপদেষ্টার কার্যালয়) উক্ত দেয়ালে কালেমা যুক্ত ছিল।

গত ০৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় পরিবর্তন করে প্রধান উপদেষ্টার কার্যালয় করা হয়েছে। ড. মুহাম্মদ ইউনূস ০৪ সেপ্টেম্বর ওখানেই সচিবদের সাথে বৈঠক করছেন।

সুতরাং, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর তেজগাঁওয়ের কার্যালয়ের দেয়ালে ছবি সরিয়ে কালেমা যুক্ত করা হয়েছে দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img