আগামী ১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে অস্তিত্বহীন সংগঠনের ব্যানারে মাহফিল আয়োজনের গুজব

আগামী ১ জানুয়ারি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় উলামা পরিষদ কর্তৃক তাফসীরুল কুরআন মাহফিল আয়োজিত হবে দাবিতে একটি ডিজিটাল ব্যানারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

পোস্টটিতে দাবি করা হয়েছে উক্ত মাহফিলে উপস্থিত থাকবেন পাকিস্তানের সাবেক বিচারপতি মুফতি তাকি উসমানি, ভারতীয় ইসলামিক বক্তা ড. জাকির নায়েক এবং বাংলাদেশি ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারি।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আগামী ১ জানুয়ারি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় উলামা পরিষদ কর্তৃক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার দাবিটি সত্য নয় বরং কোনো প্রকার তথ্যসূত্র ছাড়াই আলোচিত দাবিতে ডিজিটাল ব্যানারটি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে অন্তত গত ৭ নভেম্বর থেকে এ বিষয়ে ফেসবুকে পোস্ট (আর্কাইভ) হতে দেখা যায়। তবে এসব পোস্টে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। এছাড়া দেশিয় এবং আন্তর্জাতিক কোন গণমাধ্যমে আগামী ১ জানুয়ারি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় উলামা পরিষদ কর্তৃক তাফসীরুল কুরআন মাহফিল আয়োজনের কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

অনুসন্ধানে ‘জাতীয় উলামা পরিষদ’ নামক কোনো সংগঠনের নাম খুঁজে পাওয়া যায়নি।

তবে এর কাছাকাছি ‘জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ’ শীর্ষক নামের সংগঠন খুঁজে পাওয়া যায়। তবে সংগঠনটির ওয়েবসাইটে আগামী ১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় উলামা পরিষদ কর্তৃক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

বিষয়টি অধিকতর অনুসন্ধানের জন্য রিউমর স্ক্যানারের পক্ষ থেকে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, আগামী ১ জানুয়ারি এমন মাহফিল আয়োজনের বিষয়ে আমাদের কাছে কেউ কোনো আবেদন দেননি। 

সুতরাং, আগামী ১ জানুয়ারি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় উলামা পরিষদ কর্তৃক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Statement from OC, Shahbag Thana
  • Rumor Scanner’s own analysis

আরও পড়ুন

spot_img