সম্প্রতি, নির্বাচন বাতিল করে নির্বাচন কমিশন পদত্যাগ করেছে শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি গত ২৫ নভেম্বর ‘ব্যারিস্টার রুমিন ফারহানা’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়। ভিডিওটি এই প্রতিবেদন প্রকাশ অবধি প্রায় ৭ লাখ হাজার বার দেখা হয়েছে, শেয়ার করা হয়েছে প্রায় ১১ হাজার বার। এছাড়া, পোস্টটিতে প্রায় ৪২ হাজার ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে। ভাইরাল পোস্টটির মন্তব্যঘর ঘুরে পোস্টটির দাবির প্রেক্ষিতে অধিকাংশ নেটিজেনকে দাবির প্রেক্ষিতে তাদের প্রতিক্রিয়া জানাতে দেখা যায়।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ঘোষণা করা হয়নি এবং প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনের অন্যকোনো সদস্য পদত্যাগ করেননি বরং অধিক ভিউ পাবার আশায় চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সেখানে ভিন্ন ভিন্ন ঘটনার কয়েকটি ভিডিও ক্লিপ যুক্ত করা হয়েছে।
ভিডিওটি’র সংবাদপাঠ অংশে বলা হয়, তফসিল বাতিল এবং নির্বাচন বন্ধের ঘোষণা করেছেন সিইসি। তিনি ক্ষমা চেয়ে পদত্যাগ করতে যাচ্ছেন। এছাড়াও ভিডিটিতে আরও বলা হয়, নির্বাচন হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সিইসি হাবিবুল আউয়াল।
ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Shaifur Rahman নামের একটি ফেসবুক পেজে গত ২৪ নভেম্বর শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
এই ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটি’র একটি অংশের হুবহু মিল পাওয়া যায়।
তাছাড়া, মূলধারার ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা টিভি’র ইউটিউব চ্যানেলে আজ ২৬ নভেম্বর ‘বিএনপি নির্বাচনে এলে তা জাতির জন্য সৌভাগ্যের হবে: ইসি’ শীর্ষক শিরোনামে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের বক্তব্য নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। সেখানে আসন্ন নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেন।
অর্থাৎ, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি প্রচারের পরবর্তী সময়েও প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল তার পদে বহাল রয়েছেন।
এছাড়াও, নির্বাচন কমিশনের ওয়েবসাইট পর্যবেক্ষণ করেও নিশ্চিত হওয়া যায় যে, প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের প্রত্যেকেই নিজ পদে বহাল আছেন।
পাশাপাশি, মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে এখন পর্যন্ত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল এবং প্রধান নির্বাচন কমিশনার কিংবা নির্বাচন কমিশনের অন্যকারো পদত্যাগের তথ্য পাওয়া যায়নি।
মূলত, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ। এই নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন গ্রহণের দাবিতে দীর্ঘদিন ধরে বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে। এসব ঘটনায় প্রতিদিনই বিভিন্ন ধরনের তথ্য ইন্টারনেটে প্রচারিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৫ নভেম্বর ব্যারিস্টার রুমিন ফারহানা নামের একটি ফেসবুক পেজ সহ আরও কয়েকটি পেজে নির্বাচন বাতিল করে নির্বাচন কমিশন পদত্যাগ করেছে শীর্ষক দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়। তবে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিটি সঠিক নয়। অধিক ভিউ পাবার আশায় ভিন্ন ভিন্ন ঘটনার কয়েকটি ভিডিও ক্লিপ ও ছবি যুক্ত করে তাতে চটকদার থাম্বনেইল ও শিরোনাম ব্যবহার করে কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। এছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে বিষয়টির সত্যতা খুঁজে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি রোববার ভোটগ্রহণের দিন রেখে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। গত ১৫ নভেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষনে এই ঘোষণা দেন তিনি।
উল্লেখ্য, পূর্বেও চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে বিভিন্ন ভুয়া তথ্য প্রচারের প্রেক্ষিতে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কয়েকটি প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে।
সুতরাং, নির্বাচন বাতিল করে নির্বাচন কমিশন পদত্যাগ করেছে শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Shaiful Rahman Facebook: Video
- Jamuna TV: বিএনপি নির্বাচনে এলে তা জাতির জন্য সৌভাগ্যের হবে: ইসি
- Election Commission: http://www.ecs.gov.bd/page/chief-election-commissioner-election-commissioners
- Rumor Scanner’s Own Analysis