ড. ইউনূসের বিরুদ্ধে শেখ হাসিনা ৫০০ পুলিশ হত্যার অভিযোগে মামলা করেননি

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে জুলাই মাস থেকে চলা কোটা সংস্কার আন্দোলন, যা পরবর্তীতে সরকার পতনের এক দফা আন্দোলনে রূপ নেয়, তাতে কয়েকশ ছাত্র-জনতা নিহত হন। এছাড়াও আন্দোলনের পরবর্তী সময়ে দেশব্যাপী চলা বিশৃঙ্খলায় বেশ কয়েকজন পুলিশ সদস্যও নিহত হন। এর প্রেক্ষিতে সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ৫০০ পুলিশ হত্যার দায়ে শেখ হাসিনা মামলা করেছেন দাবিতে একটি তথ্য ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।  

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শেখ হাসিনার ৫০০ পুলিশ হত্যার দায়ে মামলা করার দাবিটি সঠিক নয় বরং, শেখ হাসিনা এমন কোনো মামলা করেননি। সম্পূর্ণ ভিত্তিহীনভাবে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে টিকটকে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে ভিডিওতে আলোচিত দাবির বিষয়ে বলা হলেও তাতে ‘বাংলাদেশ ইস্যুতে ট্রাম্প’ শীর্ষক যমুনা টেলিভিশনের একটি প্রতিবেদনের সংবাদ পাঠের ফুটেজ দেখতে পাওয়া যায়। পরবর্তীতে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে গত ১ নভেম্বর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যা বললেন ট্রাম্প | Trump On Bangladesh | Jamuna TV শীর্ষক শিরোনামে প্রচারিত এ সংক্রান্ত মূল ভিডিও প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ঘটা হামলার অভিযোগ নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এক্স পোস্ট নিয়ে প্রতিবেদনটি করা হয়েছে। এর সাথে আলোচিত দাবিটির কোনো সম্পর্ক নেই। এছাড়াও উক্ত প্রতিবেদনের সংবাদ পাঠকের ফুটেজের বক্তব্যের সাথে আলোচিত ভিডিওর বক্তব্যেরও কোনো মিল নেই। মূলত, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে উক্ত প্রতিবেদনের সংবাদ পাঠকের কণ্ঠের পরিবর্তে ভিন্ন অডিও যুক্ত করে তা প্রচার করা হয়েছে।

পরবর্তীতে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শেখ হাসিনার করা ৫০০ পুলিশ সদস্য হত্যা মামলার দাবিটির বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ড. ইউনূসের বিরুদ্ধে ৫০০ পুলিশ হত্যার দায়ে শেখ হাসিনা মামলা করেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img