সম্প্রতি, ‘গাজীপুরে অস্ত্র মামলায় যুবলীগ নেতা মুন্নার ১০ বছরের কারাদণ্ড’ দাবিতে ডিবিসি নিউজের লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গাজীপুরে অস্ত্র মামলায় যুবলীগ নেতা মুন্নার ১০ বছরের কারাদণ্ড দাবিতে ডিবিসি নিউজ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ডিবিসি প্রকাশিত একটি ফটোকার্ডের ডিজাইন নকল করে আলোচিত এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে রিউমর স্ক্যানার টিম আলোচিত দাবিতে ডিবিসি নিউজ’র নাম ও লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ফটোকার্ডটি বিশ্লেষণ করে ডিবিসি নিউজের ফেসবুক পেজে গত ৮ মে ময়মনসিংহে অস্ত্র মামলায় যুবলীগ নেতার ১০ বছরের কারাদণ্ড বিষয়ে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। এই ফটোকার্ডটির সঙ্গে আলোচিত দাবিতে ফেসবুকে প্রচারিত ফটোকার্ডটির লেখার অংশে বেশ মিল খুঁজে পাওয়া যায়।
এছাড়াও, একই দিনে বিভিন্ন সংবাদ মাধ্যমের ওয়েবসাইটে এই সংক্রান্ত সংবাদ (১, ২) খুঁজে পাওয়া যায়। এসব সংবাদ থেকে জানা যায়, ২০১৮ সালে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় সদর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. রাশেদুজ্জামান নোমানের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা হয়। তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র জমা দেওয়ার পর আদালত তাকে ১০ বছরের কারাদণ্ডের এই রায় দেয়।
এছাড়াও, প্রচারিত দাবিতে উল্লেখিত যুবলীগ নেতা মোঃ নুরনবী ইসলাম মুন্নার ফেসবুক অ্যাকাউন্টে আলোচিত ফটোকার্ড সম্পর্কিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টে তিনি এই ফটোকার্ডটি মিথ্যা বলে দাবি করেন। এছাড়াও, পোস্টের মন্তব্যের ঘরে তিনি দুই বছর যাবত দেশের বাইরে অবস্থান করছেন বলে জানান।
মূলত, গত ৮ মে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ এর ফেসবুক পেজে ‘ময়মনসিংহে অস্ত্র মামলায় যুবলীগ নেতা মুন্নার ১০ বছরের কারাদণ্ড’ শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশ করা হয়। সম্প্রতি এই ফটোকার্ডের শিরোনাম পরিবর্তন করে ‘গাজীপুরে অস্ত্র মামলায় যুবলীগ নেতা মুন্নার ১০ বছরের কারাদণ্ড’ দাবিতে ফেসবুকে প্রচার করা হয়।
সুতরাং, গাজীপুরে যুবলীগ নেতা মুন্নার ১০ বছরের কারাদণ্ড শীর্ষক দাবিতে ফেসবুকে প্রচারিত তথ্যটি মিথ্যা এবং উক্ত দাবিতে ডিবিসির নামে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- DBC News Facebook Page: ময়মনসিংহে অস্ত্র মামলায় যুবলীগ নেতার ১০ বছরের কারাদণ্ড
- Bdnews24: ময়মনসিংহে অস্ত্র মামলায় যুবলীগ নেতার ১০ বছরের কারাদণ্ড
- Daily Ittefaq: ময়মনসিংহে অস্ত্র মামলায় যুবলীগ নেতার ১০ বছরের কারাদণ্ড
- Rumor Scanner’s Own Research