গত ২৫ সেপ্টেম্বরে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। পাকিস্তানের দেওয়া ১৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ ম্যাচ হারে ১১ রানে। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি ক্রিকেটার তানজিম হাসান সাকিবের মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে, ‘এই টিম নিয়ে আপনি – এশিয়া কাপ জিততে পারতেন নাহ – আমাদের কাজ ছিল ভালো বোলিং করা। আমরা ভালো বোলিং করেছি-আজকের ম্যাচটা জেতানোর কাজ ছিল ব্যাটসম্যানদের’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টগুলোতে সম্মিলিতভাবে প্রায় ৭৮ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তানজিম হাসান সাকিব বাংলাদেশ ক্রিকেট দলের মানকে প্রশ্নবিদ্ধ করে আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে গত ২৬ সেপ্টেম্বর সকাল ৮ টা ১২ মিনিটে ‘ডেইলি স্পোর্টস আপডেট’ নামের একটি ফেসবুক পেজে আলোচিত দাবিতে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়৷ পোস্টটি পর্যবেক্ষণ করলে, দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি।

পরবর্তীতে এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে তানজিম সাকিব এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা গণমাধ্যমে প্রচার করা হতো।
পাশাপাশি তানজিম সাকিবের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলেও আলোচিত দাবির অনুরূপ কোনো পোস্ট পাওয়া যায়নি।
আলোচিত দাবিটির সপক্ষে তথ্যপ্রমাণের বিষয়ে ‘ডেইলি স্পোর্টস আপডেট’কে জিজ্ঞেস করা হলেও এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি কোনো প্রত্যুত্তর পাওয়া যায়নি।
সুতরাং, তানজিম হাসান সাকিব বাংলাদেশ ক্রিকেট দলের মানকে প্রশ্নবিদ্ধ করে আলোচিত মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা এবং ভিত্তিহীন।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis