এটি ডুবোযান টাইটান থেকে আসা শব্দের অডিও নয়

সম্প্রতি, আটলান্টিক মহাসাগরে নিখোঁজ ডুবোযান টাইটান থেকে ভেসে আসা শব্দের অডিও দাবিতে কিছু ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ইউটিউবের কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া ডুবোযান টাইটান থেকে আসা শব্দের অডিও দাবিতে প্রচারিত অডিওটি টাইটানের নয় বরং কোনো প্রকার তথ্যপ্রমাণ ছাড়াই উক্ত অডিওকে টাইটানের দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ফ্রান্স ভিত্তিক সংবাদ সংস্থা ‘AP’ এর ওয়েবসাইটে গত ২৩ জুন প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, টাইটানের ধ্বংসাবশেষের কোনো শব্দ ডুবোযানটির খোঁজার কাজে নিয়োজিত সংস্থা যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড প্রকাশ করেনি।

কোস্ট গার্ডের মুখপাত্র ‘Robert Hodges’  ‘AP’ কে বিষয়টি নিশ্চিত করেছেন।

Screenshot source: AP

এ বিষয়ে আরো অনুসন্ধান করে মার্কিন সংবাদমাধ্যম ‘USA Today’ এর ওয়েবসাইটে ২৮ জুন প্রকাশিত এক প্রতিবেদন খুঁজে পাওয়া যায় যেখানে আলোচিত শব্দটির বিষয়ে সংবাদমাধ্যমটি কানাডার কর্তৃপক্ষের সাথে কথা বলেছে।

Screenshot source: USA Today

কানাডিয়ান ডিপার্টমেন্ট অফ ন্যাশনাল ডিফেন্সের মুখপাত্র জেসিকা লামিরান্ডে ইউএসএ টুডেকে বলেছেন, কানাডা এমন কোনো অডিও প্রকাশ করেনি।

মূলত, আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখাতে পাঁচজন আরোহী নিয়ে টাইটান নামে একটি ডুবোযান গত ১৮ জুন যাত্রা করে। তবে যাত্রার প্রায় দুই ঘন্টা পরেই সাবমেরিনটি সমুদ্রপৃষ্ঠ থাকা মূল জাহাজের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে। পরবর্তীতে  ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে টাইটান থেকে ভেসে আসা শব্দ দাবিতে একটি অডিও সম্বলিত ভিডিও প্রচার করা হয়। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, উক্ত দাবিটি সঠিক নয়। আলোচিত শব্দটি টাইটানের নয়। টাইটানের উদ্ধারকাজ সংশ্লিষ্ট একাধিক কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, পূর্বে ওশানগেট টাইটানের চালকের মৃত্যুর পর সাবমেরিন চালক নিয়োগের দাবিতে ভুল তথ্য প্রচার করা হলে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।

সুতরাং, আটলান্টিক মহাসাগরের গভীরে নিখোঁজ ডুবোযান টাইটান থেকে শব্দ শোনা গিয়েছে শীর্ষক যে অডিওটি প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img