সম্প্রতি, ‘গণেশ উল্টে গেছে। এই মুহূর্তে ‘সমন্বয়ক ভুয়া’ স্লোগান দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে সমন্বয়ক ভুয়া স্লোগানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নয় বরং, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিয়েছেন।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Kabir Chowdhury Tanmoy নামের একটি ভেরিফাইড ফেসবুক আইডিতে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সকল সমন্বয়ক অবাঞ্ছিত ঘোষণা করে T20 ম্যাচ শুরু করেছে।’ শিরোনামে গত ১২ নভেম্বর ২০২৪ সালের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাদৃশ্য রয়েছে৷

এছাড়া, একই দিনে ‘লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ’ ও ‘Tahidul Islam’ নামের পৃথক দুটি ফেসবুক এ্যাকাউন্ট থেকেও ‘রণক্ষেত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ শিরোনামে উক্ত ভিডিওটি (১,২) প্রচার করা হয়।

উক্ত পোস্টগুলো থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে একই দিনে মূলধারার অনলাইন গণমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাস এর ওয়েবসাইটে গত ১২ নভেম্বর ২০২৪ ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব সমন্বয়ককে অবাঞ্ছিত ঘোষণা’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব সমন্বয়ককে অবাঞ্ছিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। ১২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে শিক্ষক-শিক্ষার্থীদের আলোচনা সভা শেষে জনসম্মুখে এসে শিক্ষার্থীরা এই ঘোষণা দেন।
একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে মূলধারার গণমাধ্যম দেশ রুপান্তর।
অর্থাৎ, গত ১২ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসটির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্দেশ্য করে সমন্বয়ক ভুয়া স্লোগান দিয়েছেন।
সুতরাং, ঢাবির শিক্ষার্থীরা ‘সমন্বয়ক ভুয়া” স্লোগান দিচ্ছে দাবিতে জবি শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব সমন্বয়ককে অবাঞ্ছিত ঘোষণা পরবর্তী আন্দোলের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Kabir Chowdhury Tanmoy – Facebook Post
- Tahidul Islam – Facebook Post
- লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ – Facebook live
- The Daily Campus – জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব সমন্বয়ককে অবাঞ্ছিত ঘোষণা
- Desh Rupantor – জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সমন্বয়কদের অবাঞ্ছিত ঘোষণা