কালবেলার নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ফেসবুকে

সম্প্রতি, “জাতীয় দৈনিক কালবেলা পত্রিকায় সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে” দাবিতে কালবেলার লোগো সম্বলিত একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। 

প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে কাজের সুযোগ রয়েছে এমন উল্লেখিত পদ হলো- 

▪️স্টাফ রিপোর্টার
▪️ক্রাইম রিপোর্টার
▪️বিশেষ প্রতিনিধি
▪️ভ্রাম্যমাণ প্রতিনিধি
▪️উপজেলা প্রতিনিধি
▪️ক্যাম্পাস প্রতিনিধি 

এছাড়াও, আবেদন শুধু মাত্র হোয়াটসঅ্যাপের এই নাম্বারে (01986095909) করতে হবে আবেদনের শেষ তারিখ হিসেবে ১০ অক্টোবর ২০২৫ ইং উল্লেখ কর হয়েছে।

মেটা অ্যাড লাইব্রেরি পর্যবেক্ষণে দেখা গেছে, নিয়োগসংক্রান্ত এই পোস্টটি অর্থের বিনিময়ে বিজ্ঞাপন হিসেবে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কালবেলা সাংবাদিক নিয়োগ সংক্রান্ত পোস্টটি ভুয়া। প্রতারণার উদ্দেশ্যে কালবেলার নাম ব্যবহার করে আলোচিত পোস্টটি প্রচার করা হয়েছে। 

এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টটিতে থাকা নাম্বারে রিউমর স্ক্যানারের পক্ষ থেকে যোগাযোগ করা চেষ্টা করা হলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। 

পরবর্তীতে, কালবেলার অফিশিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করেও এ সংক্রান্ত কোনো নিয়োগ বিজ্ঞপ্তির সন্ধান পাওয়া যায়নি। 

তবে, আলোচিত নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে কালবেলার নিজস্ব প্রতিবেদক বীর সাহাবী ফেসবুক অ্যাকাউন্টে গত ৩০ সেপ্টেম্বর একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে তিনি নিয়োগ বিজ্ঞপ্তিটি ভুয়া বলে উল্লেখ করেন। এছাড়াও, কালবেলাতে আরো কয়েকজন সাংবাদিক (, , ) বিষয়টি ভুয়া বলে নিশ্চিত করেছেন।

সুতরাং, কালবেলায় সারাদেশে সাংবাদিক প্রয়োজন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভুয়া ও বানোয়াট। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img