গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে অধিকারকর্মী আটকের ঘটনা দাবিতে পাকিস্তানের ভিন্ন ঘটনার ভিডিও প্রচার 

গাজায় চলমান ইসরায়েলের অবৈধ অবরোধের প্রতিবাদে গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করা আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের ত্রাণ নিয়ে যাওয়ার নৌ উদ্যোগ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে ইসরায়েল বিভিন্ন দেশের প্রায় ৪৫০ জন অধিকারকর্মীকে আটক করে। এর প্রেক্ষিতে, ‘গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে ৩৭ দেশের ২০০ অধিকারকর্মীকে আটক করেছে ইসরায়েল।’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে অধিকারকর্মী আটকের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, সাম্প্রতিক সময়ের পাকিস্তানের মুলতানে ভয়াবহ বন্যায় উদ্ধারকারী নৌকা দুর্ঘটনার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে পাকিস্তানের গণমাধ্যম ‘Public News’ এর ইউটিউব চ্যানেলে গত ১০ সেপ্টেম্বর ‘Heart-Touching Emotional Scenes as 20-day-old Baby Girl Safely Rescued in Jalalpur’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

এ বিষয়ে আরো অনুসন্ধান করে পাকিস্তানি গণমাধ্যম ‘DAWN’ এর ওয়েবসাইটে গত ১০ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে মুলতানের পুলিশ কর্মকর্তা সাদিক আলীর বরাতে বলা হয়, জালালপুর পীরওয়ালা এলাকায় রেসকিউ ১১২২-এর একটি উদ্ধারকারী নৌকা ডুবে একজন শিশু নিহত হয় এবং ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

পরবর্তীতে, পাকিস্তানি গণমাধ্যম এপি নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, বন্যায় জালালপুর পিরওয়ালা এবং আশেপাশের কয়েক ডজন গ্রামের প্রায় ১,৪২,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক বাস্তুচ্যুত বাসিন্দা আত্মীয়দের কাছে চলে গেছেন, আবার অনেকে ত্রাণ শিবির বা বাঁধে রাত কাটাচ্ছেন। পাঞ্জাব দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতে, ২৩শে আগস্ট থেকে বন্যায় পাঞ্জাব জুড়ে প্রায় ৪,০০০ গ্রাম ডুবে গেছে, ২১ লক্ষ বাস্তুচ্যুত হয়েছে এবং কমপক্ষে ৬৮ জন মারা গেছে। স্বাভাবিকের চেয়ে ভারী বর্ষণ এবং উপচে পড়া ভারতীয় বাঁধ থেকে বারবার পানি ছেড়ে দেওয়ার ফলে বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

অর্থাৎ, ভিডিওটি গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে অধিকারকর্মী আটকের নয়। 

সুতরাং, পাকিস্তানের মুলতানে ভয়াবহ বন্যায় উদ্ধারকারী নৌকা দুর্ঘটনার দৃশ্যকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে অধিকারকর্মী আটকের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img