সংসদ নির্বাচনে বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থীদের তালিকা দাবিতে ভুয়া তালিকা প্রচার

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসন্ন সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থীদের তালিকা দাবিতে অন্তত ১৮৩ আসনের একটি তালিকা প্রচার করা হয়েছে।

উল্লেখ্য, আলোচিত দাবিতে প্রচারিত তালিকার প্রথম ছবিতে তালিকাটি ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক প্রাথমিক ভাবে মনোনীত প্রার্থীদের আসন ভিত্তিক খসড়া তালিকা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এই প্রতিবেদন প্রকাশ অবধি আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি এখন অবধি কোনো প্রার্থী তালিকা প্রকাশ করেনি। ছড়িয়ে পড়া তালিকাটি ভুয়া বলে নিশ্চিত করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত তালিকাটির সত্যতার সপক্ষে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে বিএনপি কর্তৃক এরূপ কোনো তালিকা প্রচার করা হলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো।

মূলধারার গণমাধ্যম ‘যুগান্তর’ এ আজ (৫ অক্টোবর) প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, ‘বিএনপিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতি চলছে পুরোদমে। আসনভিত্তিক প্রার্থী যাচাই-বাছাই প্রক্রিয়া প্রায় শেষ। একক প্রার্থী নির্ধারণে গুরুত্ব দিচ্ছে দলটি। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের মাঝামাঝি সময়ে একক প্রার্থীদের ‘সবুজ সংকেত’ দেবে বিএনপি। ইতোমধ্যে প্রত্যেক আসনের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেছেন দায়িত্বশীল নেতারা।’

অর্থাৎ, এখন পর্যন্ত আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়নি।

Screenshot : Facebook

পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত তালিকার বিষয়ে অনুসন্ধানে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে গত ৩০ সেপ্টেম্বরে এ বিষয়ে প্রচারিত একটি বিজ্ঞপ্তি পোস্ট পাওয়া যায়। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটিতে আলোচিত তালিকার ছবি সংযুক্ত করে বলা হয়, ‘সংশোধনী | আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মীসহ সর্বসাধারণের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোন স্বার্থান্বেষী কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন আসনে বিএনপি’র প্রার্থী মনোনয়নের একটি তালিকা পোষ্ট করে। ফেসবুকে পোষ্টকৃত তালিকাটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। ভুয়া তালিকাটি নিম্নে উল্লেখ করা হলো- 

উল্লিখিত তালিকাটি বিএনপি’র দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরুপে বানোয়াট ও ভুয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্টকৃত তালিকাটির বিষয়ে বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মীসহ সর্বসাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।’

একই ঘটনায় মূলধারার গণমাধ্যম ‘কালের কণ্ঠ’ এর ওয়েবসাইটেও গত ৩০ সেপ্টেম্বরে সংবাদ প্রকাশ হতে দেখা যায়।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থীদের তালিকা দাবিতে প্রচারিত তালিকাটি আসল নয়।

সুতরাং, আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থীদের তালিকা দাবিতে প্রচারিত তালিকাটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img