সম্প্রতি, বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি দাবিতে নিয়োগ বিজ্ঞপ্তির ছবি ফেসবুকে প্রচার করা হয়েছে।
সংস্থাটির আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামে স্কুল পরিদর্শক পদে ৯৮ জন এবং সহকারী শিক্ষক পদে ৭২৫ জন নিয়োগ করা হবে জানিয়ে প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিটির ছবিতে আগ্রহী প্রার্থীগণকে আগামী ১০ ফ্রেব্রুয়ারির মধ্যে [email protected] এই ঠিকানায় মেইল করার বিষয়ে উল্লেখ পাওয়া যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাগরণী চক্র ফাউন্ডেশনের কথিত নিয়োগ বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি প্রকাশ করেনি বরং, আর্থিক প্রতারণার উদ্দেশ্যে কথিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি উক্ত প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে জাগরণী চক্র ফাউন্ডেশনের ওয়েবসাইটের জবস সেকশনে ডিজাইনার -চরকা হস্তশিল্প প্রকল্প এবং ম্যানেজার (প্রকিউরমেন্ট) – জেসিএফ কোর প্রোগাম নামক প্রকল্পে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তির সন্ধান মেলে। তবে এসব বিজ্ঞপ্তিতে আলোচিত দুই পদে নিয়োগের কোনো তথ্য উল্লেখ পাওয়া যায়নি।
পরবর্তীতে ফেসবুক পেজে গত ২৪ ফেব্রুয়ারি প্রকাশিত এক পোস্ট থেকে জানা যায়, জাগরণী চক্র ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ভুয়া।
সংস্থাটি বলছে, সম্প্রতি ‘আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামে’নিয়োগ দেবার নাম করে একটি প্রতারক চক্রের তৈরি ভুয়া বিজ্ঞপ্তি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সকল চাকরিপ্রার্থীকে অনুরোধ করা হচ্ছে, এ ধরনের প্রতারণার ফাঁদে যেন না পড়েন। জাগরণী চক্র ফাউন্ডেশন প্রকৃত নিয়োগ বিজ্ঞপ্তি কেবল মাত্র জাতীয় ও স্থানীয় স্বনামধন্য সংবাদপত্রে, বিডিজবস এবং জেসিএফ ভেরিফায়েড ফেসবুক প্রকাশ করা হয়। সুতরাং, আবেদন করার আগে সব সময় নিয়োগ বিজ্ঞপ্তির উৎস যাচাই করে নিতে সকলকে অনুরোধ করা হচ্ছে।
প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে, জাগরণী চক্র ফাউন্ডেশন কখনও আবেদনকারীদের কাছ থেকে কোনো ধরনের অর্থ দাবি করে না।
সুতরাং, জাগরণী চক্র ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি দাবিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ বানোয়াট।
তথ্যসূত্র
- Jagorani chakra Foundation: Facebook Post