নওগাঁ জেনারেল হাসপাতালের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি

সম্প্রতি, ‘২৫০ শয্যা জেনারেল হাসপাতাল,নওগাঁ-নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪’ দাবিতে জাতীয় দৈনিক ‘প্রথম আলো’র লোগো ব্যবহার করে একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিটির ছবির ক্যাপশন বিবরণীতে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশের সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ংসম্পূর্ণ নারী ও পুরুষ উভয় পদ অনুযায়ী আবেদন করতে পারবেন। তবে, আবেদনকারী পুরুষ বা মহিলা প্রত্যেকের বয়স ১৮-৩৫ বছরের মাঝে হতে হবে এবং সেসকল চাকরি প্রার্থীরা প্রত্যেকেই আবেদন করতে পারবেন।’

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রথম আলোর লোগো সম্বলিত প্রচারিত নওগাঁ জেনারেল হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রথম আলো বা সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ প্রকাশ করেনি বরং, আর্থিক প্রতারণার উদ্দেশ্যে কথিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নওগাঁ জেনারেল হাসপাতালের নাম ব্যবহার করে প্রচার করা হয়েছে।

এই বিষয়ে শুরুতেই কথিত নিয়োগ বিজ্ঞপ্তির ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশের সময় হিসেবে ১৩ সেপ্টেম্বর তারিখ উল্লেখ রয়েছে এবং ছবির উপরে ‘প্রথম আলো’র লোগো যুক্ত আছে।

এছাড়াও, যে কোনো একটি পদে বা প্রযোজ্য যোগ্যতা থাকলে একাধিক পদে আবেদন দাখিল করতে পারবেন উল্লেখ করে, উক্ত পদ সমূহের জন্য আগ্রহী প্রার্থীদের ২১ সেপ্টেম্বর ২০২৪ ইং সকাল ১১ টা’র মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত PDF আকারে [email protected] মেইল করতে বলা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ‘প্রথম আলো’র প্রিন্ট সংস্করণে প্রকাশিত হয়েছে কিনা তা জানতে বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখের সূত্র ধরে গত ১৩ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশিত প্রথম আলোর প্রিন্ট সংস্করণ পর্যবেক্ষণ করে দেখেছে রিউমর স্ক্যানার টিম। তবে কথিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটির সন্ধান মেলেনি।

এছাড়াও, নওগাঁ জেনারেল হাসপাতালের সরকারি ওয়েবসাইট পর্যবেক্ষণ করেও এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির হদিস মেলেনি।

তবে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাংবাদিক ‘Omar Faruk’ নামের অ্যাকাউন্ট থেকে এই বিষয়ে একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে নিয়োগ বিজ্ঞপ্তির ছবিটি আপলোড করে ক্যাপশনে উল্লেখ করা হয়, ‘ইহা একটি ভুয়া বিজ্ঞাপন। প্রথম আলোতে এই ধরনের কোনো বিজ্ঞাপন ছাপা হয়নি। প্রতারকদের খপ্পর থেকে সাবধান থাকুন।’

তাছাড়া, পূর্বে এই হাসপাতালের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তা নিয়েও ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সুতরাং, ‘২৫০ শয্যা জেনারেল হাসপাতাল,নওগাঁ-নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪’ দাবিতে প্রথম আলো’র লোগো সম্বলিত একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ বানোয়াট।

তথ্যসূত্র

  • Prothom Alo E-paper
  • Naogaon District Hospital Govt. Website
  • Omar Faruk: Facebook Post
  • Rumor Scanner’s Own Analysis

আরও পড়ুন

spot_img