বুধবার, সেপ্টেম্বর 27, 2023
spot_img

সাকিবের সেঞ্চুরি না করতে পারা নিয়ে ব্যারিস্টার সুমনের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি ব্যারিস্টার সুমন “সাকিব আল হাসান সেঞ্চুরি করতে পারে নাই সেটা সাকিব আল হাসানের ব্যর্থতা না, এটা আমার বদ-দোয়া” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

Screenshot from Crowdtangle.  

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, “সাকিব আল হাসান সেঞ্চুরি করতে পারে নাই সেটা সাকিব আল হাসানের ব্যর্থতা না, এটা আমার বদ দোয়া” শীর্ষক মন্তব্য ব্যারিস্টার সুমন করেননি বরং তার নাম ব্যবহার করে ভুয়া মন্তব্যটি ফেসবুকে প্রচার করা হচ্ছে।

যেভাবে গুজবের সূত্রপাত

গত ১৬ই মার্চ ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমনের ফেসবুক পেজ থেকে ‘সাকিব আল হাসান একজন সেলিব্রেটি হওয়ায় তার অপরাধের কি বিচার হবে না?’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও (আর্কাইভ) আপলোড করা হয়। উক্ত ভিডিওতে ব্যারিস্টার সুমন দাবি করেন, “সম্প্রতি সোনারগাঁ হোটেলে সাকিব আল হাসানের সাথে তার দেখা হলে সাকিব তাকে সর্বসম্মুখে মারতে আসেন।”

Screenshot from Facebook.

পরবর্তীতে, গত ১৮ই মার্চ আয়ারল্যান্ড বনাম বাংলাদেশের ওয়ানডে ম্যাচে সাকিব আল হাসান দুর্দান্ত একটি ইনিংস খেলে ৯৩ রান করলেও সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরে আউট হয়ে যান।

একই দিন রাত ১০টা ২৮ মিনিটে সর্বপ্রথম ‘Stage Of Sports’ নামের একটি ফেসবুক পেজ থেকে ব্যারিস্টার সুমন “সাকিব আল হাসান সেঞ্চুরি করতে পারে নাই সেটা সাকিব আল হাসানের ব্যর্থতা না, এটা আমার বদ-দোয়া” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ডিজিটাল ব্যানার প্রচার করা হয়। পরবর্তীতে, উক্ত ডিজিটাল ব্যানার এবং ব্যানারে থাকা বক্তব্যটি ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

Screenshot Source: Facebook.

ব্যারিস্টার সুমনের ফেসবুক অ্যাকাউন্টপেজের সাম্প্রতিক কার্যক্রম পর্যালোচনা করে “সাকিব আল হাসান সেঞ্চুরি করতে পারে নাই সেটা সাকিব আল হাসানের ব্যর্থতা না, এটা আমার বদদোয়া” শীর্ষক মন্তব্যের কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি। তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে অনুসন্ধান চালিয়ে গত ১৬ই মার্চে প্রকাশিত ভিডিওর পর সাকিব আল হাসান ইস্যুতে তার আর কোনো বক্তব্য খুঁজে পায়নি রিউমর স্ক্যানার টিম।

এছাড়া, কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে দেশীয় প্রায় সকল মূলধারার গণমাধ্যমেই সাকিবকে নিয়ে ব্যারিস্টার সুমনের ১৬ই মার্চে প্রকাশিত ভিডিও সম্পর্কে প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। তবে সাকিবের সেঞ্চুরি করতে না পারা নিয়ে ব্যারিস্টার সুমনের আলোচিত মন্তব্যটি বিশ্বস্ত একটি সূত্রেও খুঁজে পাওয়া যায়নি।

তাছাড়া, উক্ত দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সর্বপ্রথম পোস্টের ডিজিটাল ব্যানার লক্ষ্য করলে দেখা যায় ডিজিটাল ব্যানারটি খেলাধুলা বিষয়ক ওয়েবসাইট প্যাভিলিয়নের ব্যানার থিমের সাথে হুবহু মিলে যায়। তবে প্যাভিলিয়নের ওয়েবসাইটফেসবুক পেজে অনুসন্ধান চালিয়েও এমন কোনো ডিজিটাল ব্যানার খুঁজে পায়নি রিউমর স্ক্যানার টিম।

Source: Pavilion 

তবে, প্যাভিলিয়নের ফেসবুক পেজ থেকে প্রাপ্ত একই ডিজাইনের ভিন্ন একটি ব্যানারের সাথে আলোচ্য ব্যানারের তুলনামূলক পর্যালোচনা করে ব্যানারে ব্যবহৃত ফন্টের ভিন্নতা খুঁজে পায় রিউমর স্ক্যানার। পরবর্তীতে, এ ব্যাপারে জানতে চাওয়া হলে প্যাভিলিয়নের সম্পাদক অম্লান মোসতাকিম হোসেন রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেন, আলোচ্য ব্যানারটি প্যাভিলিয়নের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। যা থেকে নিশ্চিত হওয়া যায় যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে  ছড়িয়ে পড়া ব্যারিস্টার সুমনের উক্তি সম্বলিত ডিজিটাল ব্যানারটি ভুয়া।

Image Comparison: Rumor Scanner.

উক্ত বিষয়টি অধিকতর নিশ্চিত করতে ব্যারিস্টার সুমনের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। এ মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, “না, এ ধরনের কোন বক্তব্য আমি কখনোই কোথাও দেই নি।” 

মূলত, গত ১৬ই মার্চ ‘সাকিব আমাকে মারতে এসেছিল’ দাবি করে ব্যারিস্টার সুমনের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও আপলোড করা হয়। এর দুইদিন পর ১৮ই মার্চ আয়ারল্যান্ড বনাম বাংলাদেশের ওয়ানডে ম্যাচে সাকিব সেঞ্চুরি থেকে সাত রান দূরে ৯৩ রানে আউট হয়ে যান।  সাকিবকে নিয়ে ব্যারিস্টার সুমনের উক্ত ভিডিও এবং সাকিবের ৭ রানের জন্য সেঞ্চুরি না করতে পারার জের ধরেই ব্যারিস্টার সুমন সাকিবকে নিয়ে “সাকিব আল হাসান সেঞ্চুরি করতে পারে নাই সেটা সাকিব আল হাসানের ব্যর্থতা না, এটা আমার বদদোয়া” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ব্যারিস্টার সুমন ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে এরূপ কোনো মন্তব্য করেননি। খেলাধুলা বিষয়ক ওয়েবসাইট প্যাভিলিয়নের ডিজিটাল ব্যানারের ডিজাইন নকল করে ব্যারিস্টার সুমন এরূপ মন্তব্য করেছেন দাবি করে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তাছাড়া, ব্যারিস্টার সুমনও রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেন তিনি এমন কোনো মন্তব্য করেননি।

সুতরাং, ব্যারিস্টার সুমন “সাকিব আল হাসান সেঞ্চুরি করতে পারে নাই সেটা সাকিব আল হাসানের ব্যর্থতা না, এটা আমার বদদোয়া” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র 

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img